ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নির্ভার ধোনির আগ্রাসী ব্যাটিং চান কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
নির্ভার ধোনির আগ্রাসী ব্যাটিং চান কোহলি ধোনি-কোহলি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

টিম ইন্ডিয়ার তিন ফরমেটের নেতৃত্বভার পেয়েছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনিকে নিয়েই মাঠে নামবেন কোহলি। সংবাদ সম্মেলনে ভারতের নতুন দলপতি জানান, ধোনি এখন আগের থেকে বেশি নির্ভার হয়ে ব্যাট করতে পারবেন, ব্যাটিং নিয়ে আরও বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন।

সংবাদ সম্মেলনে কোহলি আরও জানান, ‘দলপতির দায়িত্ব সত্যিই অনেক কঠিন। এই দায়িত্ব নিয়ে ব্যাট চালানোও বেশ কষ্টের।

ধোনি এই দায়িত্ব থেকে মুক্তি পেয়েছেন। তিনি অধিনায়ক হওয়ার আগে যেভাবে নিজের ব্যাটিং নিয়ে আগ্রাসী ভূমিকা রাখতেন, সেভাবেই এখন ফ্রি-হ্যান্ডে খেলতে পারবেন। নিজের ব্যাটিং নিয়ে আরও বেশি ভাবার সুযোগ পাবেন। আমরা তাকে এভাবেই দেখতে চাই। ’

সাবেক অধিনায়ক ধোনি প্রসঙ্গে বর্তমান অধিনায়ক যোগ করেন, ‘ধোনি ভারতের বর্তমান স্কোয়াডের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। সে এমন একজন ক্রিকেটার যার সহযোগিতা আমার প্রয়োজন। হয়তো মাঠে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) এর আওতায় যাওয়া সিদ্ধান্তগুলোর জন্য তার সাথে পরামর্শ করবো। ’

২০০৪ সালের ডিসেম্বরে চিটাগংয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ধোনির। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরের পর টেস্টের অধিনায়কত্ব ছাড়েন তিনি। এরপর সাদা পোশাকের ভারতীয় দলের দায়িত্ব কাঁধে নেন কোহলি। ভারতের অন্যতম সফল এই অধিনায়কের নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০০৭) চ্যাম্পিয়ন হয় ভারত৷ তারপর চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০১১-তে ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। তার নেতৃত্বে টেস্ট ক্রিকেটেও এক নম্বরে ওঠে ভারত।

নিজের ক্যাপ্টেন্সি প্রসঙ্গে কোহলি জানান, ‘আমি খুবই গর্ববোধ করছি যে আমাকে তিন ফরমেটের দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে ধোনির কাছে আমি কৃতজ্ঞ যে তিনি আমার উপর দায়িত্ব তুলে দিয়ে নিশ্চিত থাকতে পারছেন। আমি সর্বাত্মক চেষ্টা করবো আসন্ন বড় ইভেন্ট গুলো দলের কম্বিনেশন ঠিক রেখে ভারতকে এগিয়ে নেওয়ার। সামনে আমাদের বড় পথ পাড়ি দিতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।