ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজি স্কোয়াডে মার্শের জায়গায় স্টয়নিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
অজি স্কোয়াডে মার্শের জায়গায় স্টয়নিস মার্কাস স্টয়নিস ও মিচেল স্টার্ক/ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে বাকি তিনটি ওয়ানডের জন্য ইনজুরি আক্রান্ত মিচেল মার্শের জায়গায় অস্ট্রেলিয়া স্কোয়াডে ডাক পেয়েছেন মার্কাস স্টয়নিস। মেলবোর্নে অনুষ্ঠিত রোববারের (১৫ জানুয়ারি) ম্যাচটিতে কাঁধের সমস্যায় ভুগে সিরিজ থেকেই ছিটকে যান অলরাউন্ডার মার্শ।

পার্থে আগামী বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে খেলা শুরু হবে।

পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা। ব্রিসবেনে প্রথম ওডিআইতে ৯২ রানে হারের পর ছয় উইকেটের জয়ে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।

এদিকে, তৃতীয় ম্যাচে ক্রিস লিন ও মিচেল স্টার্ককেও পাচ্ছে ‍না স্বাগতিকরা। ঘারের ইনজুরিটা বেশ ভোগাচ্ছে লিনকে। পেস সেনসেশন স্টার্কের কোনো ইনজুনি সমস্যা নেই। সামনের ব্যস্ত সূচি মাথায় রেখে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। চতুর্থ ওয়ানডেতেই স্কোয়াডে ফিরছেন স্টার্ক। লিনের খেলা নিয়ে রয়েছে সংশয়।

প্রসঙ্গত, মার্শের জায়গায় স্কোয়াডে যুক্ত হওয়া ২৭ বছর বয়সী স্টয়নিস অজিদের জার্সিতে মাত্র ১টি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।