রবিবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বিপক্ষের দেওয়া ৩৫০ রান তাড়া করে দলকে জয় এনে দেওয়ার পথে ১২২ রান করে কোহলি গড়েছেন আরো একটি রেকর্ড।
নতুন এ রেকর্ড গড়তে তিনি পেছনে ফেলেছেন ভারতের সবচেয়ে সফল ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে।
সর্বাধিক সংখ্যক সফল শতকের পথে লিটল মাস্টার শচীনকে পেছনে ফেলার দিন আরো একটি রেকর্ডে শচীনের পাশে নিজের নাম লেখালেন বিরাট কোহলি। রান তাড়া করতে নেমে টেন্ডুলকার ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৭টি। রোববার পুনেতে সেঞ্চুরি হাঁকিয়ে কোহলি বসেছেন টেন্ডুলকারের পাশে।
উল্লেখ্য, পুনেতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলের বিপর্যয়ে যাদবকে সাথে নিয়ে সামনে থেকে লড়াই চালিয়ে রঙ্গিন পোশাকে জাতীয় দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দেওয়া ম্যাচে জয়ের হাসি এনে দেন কোহলি। অধিনায়কের পাশাপাশি যাদবও এ ম্যাচে শতকের দেখা পান।
বাংলঅদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৭
এমএমএস