ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘বিধ্বংসী’ লিনকে পাচ্ছে না অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
‘বিধ্বংসী’ লিনকে পাচ্ছে না অস্ট্রেলিয়া ক্রিস লিন/ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে শেষ তিনটি ওয়ানডে ও বিগ ব্যাশ লিগ থেকে ছিটকে গেছেন ক্রিস লিন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ব্রিসবেন হিটের এ ডানহাতি মারকুটে ব্যাটসম্যান ঘাড়ের ইনজুরিতে ভুগছেন। সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে।

নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটিও (২০ জানুয়ারি শুরু) মিস করবেন ২৬ বছর বয়সী লিন। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ হোম সিরিজ দিয়ে তার ফেরার প্রত্যাশা করা হচ্ছে।

লিন ছাড়াও এর আগে ইনজুরির কবলে পড়ে ছিটকে যান অলরাউন্ডার মিচেল মার্শ। ১৯ জানুয়ারির তৃতীয় ওয়ানডেতে পেসার মিচেল স্টার্ককেও পাচ্ছে না অজিরা। পাঁচ ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা।

এ সিরিজ দিয়েই লিনের ওডিআইতে অভিষেক হয়। বিগ ব্যাশে তার ‘বিধ্বংসী’ ব্যাটিং চোখে পড়ার মতোই। পাঁচ ম্যাচে ১৫৪.৫০ গড়ে করেছেন ৩০৫ রান। স্ট্রাইক রেট ১৭৭.৫৮। ৭ ম্যাচ শেষে শীর্ষে থেকে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে তার দল ব্রিসবেন হিট।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।