ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ধোনির সঙ্গে মেসি, কোহলির সঙ্গে রোনালদোর তুলনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
ধোনির সঙ্গে মেসি, কোহলির সঙ্গে রোনালদোর তুলনা কোহলি, ধোনি, মেসি ও রোনালদো/ছবি: সংগৃহীত

ফুটবলে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর রাজত্ব। ৯ বছর ধরে বর্ষসেরার স্বীকৃতি দু’জনের দখলে। ক্রিকেটেও উঠে আসবে এ সময়ের তারকাদের নাম। ক্রীড়াজগতের জনপ্রিয় দু’টি ভিন্ন খেলায় সুপারস্টারদের সঙ্গে তুলনা করলে কেমন হয়? তা যদি হয় শুধুমাত্র ভারতের ক্রিকেটারদের নিয়ে। এমনই প্রশ্নের মুখে পড়েছেন ভারতীয় বোলিং সেনসেশন রবিচন্দ্রন অশ্বিন।

বিসিসিআই’র অফিসিয়াল সংবাদমাধ্যমের র‌্যাপিড-ফায়ার কুইজে নিজ দেশের ক্রিকেটারদের সঙ্গে ফুটবল তারকাদের তুলনা তুলে ধরেন অশ্বিন। তার দৃষ্টিতে, মহেন্দ্র সিং ধোনি হচ্ছে লিওনেল মেসি আর বিরাট কোহলি ক্রিস্টিয়ানো রোনালদোর অনুরূপ।

বিসিসিআই ডট টিভি’কে দেওয়া বিশেষ এ র‌্যাপিড-ফায়ার কুইজ চ্যালেঞ্জে অশ্বিন বলেন, ‘আমার মতে, বিরাট কোহলি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর অনুরূপ। ক্যারেক্টার ও শান্ত মনোভাবের দিক থেকে মহেন্দ্র সিং ধোনি লিওনেল মেসির মতোই। ’

অশ্বিনের র‌্যাপিড-ফায়ার কুইজটি দেখতে এখানে ক্লিক করুন...

নিজের ও যুবরাজ সিংকে নিয়েও তুলনা টানেন অশ্বিন, ‘আমি মনে করি, আন্দ্রে আরশাভিন (সাবেক রাশিয়া ও আর্সেনাল তারকা) আমার অনুরূপ, চেহারার ক্ষেত্রে নয় কিন্তু নামের জন্য সম্ভবত। যুবরাজ সিংয়ের সঙ্গে ফার্নান্দো তোরেসের মিল রয়েছে যে ডি-বক্সের চারপাশে হেডে বল জালে পাঠাতে প্রস্তুত থাকে। ’

নিজের আত্মজীবনী প্রসঙ্গেও প্রশ্নের মুখে পড়েন অশ্বিন, ‘যদি কখনো আমি আত্মজীবনী লেখার সিদ্ধান্ত নিই এটার টাইটেল হবে ‘আউট অব মাই কমফোর্ট জোন’। এ ডায়লগটা আমি খু্বই পছন্দ করি যা থ্রি ইডিয়টস মুভিতে দেখেছি। যেখানে বলা হয় ‘তোমাকে সাফল্যের জন্য যোগ্য হতে হবে’। ’

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।