যুবরাজের এটি ক্যারিয়ারের ১৪তম ওয়ানডে শতক। তার ৯৮ বলের ইনিংসে ছিল ১৫টি চার ও একটি ছক্কার মার।
মহেন্দ্র সিং ধোনির সঙ্গে রেকর্ড জুটিও গড়েন যুবরাজ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওডিআইতে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। দলীয় ২৫ রানের মধ্যেই লোকেশ রাহুল, বিরাট কোহলি ও শিখর ধাওয়ান সাজঘরে ফেরেন।
এরপরই দলের হাল ধরেন যুবরাজ। তাকে যোগ সঙ্গ দেন কোহলির কাছে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া ধোনি। দু’জন মিলে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ উইকেট পার্টনারশিপের রেকর্ড ভাঙেন। আগের কীর্তিটি ছিল দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের দখলে (১৭২ অপরাজিত, ৫ সেপ্টেম্বর ২০১২)।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৭
এমআরএম