ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মহাকাব্যিক ইনিংসে যুবি বন্দনায় কিংবদন্তিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
মহাকাব্যিক ইনিংসে যুবি বন্দনায় কিংবদন্তিরা যুবরাজ সিং/ছবি: সংগৃহীত

কটকের বারাবতি স্টেডিয়ামে যেন আগের সেই পুরনো যুবরাজ সিংকে দেখেছে ক্রিকেট বিশ্ব! ওয়ানডেতে প্রায় ছয় বছর পর সেঞ্চুরি উদযাপন করেছেন ভারতীয় এই ব্যাটিং জিনিয়াস। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিতের ম্যাচে যুবরাজ খেলেন ১৫০ রানের মহাকাব্যিক এক ইনিংস।

যুবরাজের এটি ছিল ক্যারিয়ারের ১৪তম ওয়ানডে শতক। তার ১২৭ বলের ইনিংসে ছিল ২১টি চার ও তিনটি ছক্কার মার।

একদিনের ক্রিকেটে সবশেষ চেন্নাইয়ে ২০১১ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ৩৫ বছর বয়সী এ অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান।

দুর্দান্ত এই ইনিংস খেলার পর যুবি বন্দনায় মেতেছে ক্রিকেট বিশ্ব। তার এই সাফল্যে সাবেক আর বর্তমান ক্রিকেটাররাও মেতে উঠেছেন। মেতে উঠেছেন ভারতীয় তারকা অভিনেতারাও। ভারতীয় পত্রিকায় উঠে এসেছে এসব শুভকামনা।

যুবরাজের দিনে মহেন্দ্র সিং ধোনি খেলেছেন ১৩৪ রানের আরেকটি দুর্দান্ত ইনিংস। দু’জনে মিলে তুলেছেন ২৫৬ রান। যুবির শুভকামনা করে ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার জানান, ‘এক সুপারস্টার আর এক রকস্টারের কী অসাধারণ পার্টনারশিপ!! শো-টা আমরা চুটিয়ে উপভোগ করেছি। ’

বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খান জানান, ‘যুবরাজ আর ধোনিকে এভাবে খেলতে দেখে যে কী ভালো লাগছে! সত্যিই, দুর্দান্ত। ’

ইংল্যান্ডের সাবেক দলপতি মাইকেল ভন জানান, ‘অবিশ্বাস্য কাহিনি, অবিশ্বাস্য কামব্যাক। যুবরাজ... ভয়াবহ ক্যান্সারকে হারানোই বিরাট ব্যাপার। কিন্তু তারপর ফিরে এসে আন্তর্জাতিক সেঞ্চুরি... চমকপ্রদ!!! এটাই শক্তি। ’

ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান বিরেন্দর শেওয়াগ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ‘এই লোকটা ক্যান্সারকে হার মানিয়েছে। এ দিন তো শুধু ইংরেজ বোলারদের হারাল। তোমার জন্য গর্বিত যুবরাজ সিং। ’

আরেক ভারতীয় তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ জানান, ‘ওয়েল প্লেড যুবরাজ। চাপের মুখে দুরন্ত মানসিকতা দেখিয়েছো। তোমাকে নিয়ে গর্বিত বন্ধু। ’

ইংলিশ তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন জানান, ‘আই লাভ যুবস্ট্রং! দারুণ খেলেছো বন্ধু। মেলবোর্ন থেকে আমার সমস্ত ভালবাসা পাঠালাম। ’

বলিউডের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন জানান, ‘ব্রিটিশদের চুরমার করল ভারতীয়রা! যুবরাজ সেই চ্যাম্পিয়ন যে অন্যদের ভুল প্রমাণ করে নিজেকে প্রমাণ করল। ’

এদিকে, ভারতের তারকা স্পিনার হরভজন সিং জানান, ‘যুবরাজ দেখাল চ্যাম্পিয়নকে রোখা যায় না। অসাধারণ... একশোয় একশো ভাই। ’

পার্থিব প্যাটেল জানান, ‘উফ, কী প্লেয়ার! কী ইনিংস! ভালো লোকদের সঙ্গে ভালোটাই হয়...কুর্নিশ। ’

মহেন্দ্র সিং ধোনির সঙ্গে রেকর্ড জুটিও গড়েন যুবরাজ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওডিআইতে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। দলীয় ২৫ রানের মধ্যেই লোকেশ রাহুল, বিরাট কোহলি ও শিখর ধাওয়ান সাজঘরে ফেরেন।

এরপরই দলের হাল ধরেন যুবরাজ। তাকে যোগ সঙ্গ দেন কোহলির কাছে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া ধোনি। দু’জন মিলে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ উইকেট পার্টনারশিপের রেকর্ড ভাঙেন। আগের কীর্তিটি ছিল দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের দখলে (১৭২ অবিচ্ছিন্ন, ৫ সেপ্টেম্বর ২০১২)।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ২০ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।