ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পুরোপুরি সন্তুষ্ট নন সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
পুরোপুরি সন্তুষ্ট নন সৌম্য সৌম্য সরকার/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মুশফিকুর রহিম, ইমরুল কায়েস আর মুমিনুল হকের চোট ওয়েলিংটন টেস্টে জায়গা করে দেয় সৌম্য সরকারকে। ওপেনিংয়ে তামিমের সঙ্গে নেমে ১০৪ বলে চেনা ছন্দে ১১টি চারের সাহায্যে করেছেন ইনিংস সর্বোচ্চ ৮৬ রান। তারপরও আক্ষেপে পুড়ছেন টাইগারদের এই ওপেনার।

সৌম্যর আক্ষেপ দীর্ঘদিন পর ব্যাটে রান পেলেও নিজের ইনিংসকে টেনে নিতে পারেননি। বড় স্কোরের দিকে দলকে নিতে পারেননি।

প্রথম দিনের খেলা শেষে সৌম্য জানান, ‘ইনিংসটা বড় করতে পারলে আমার জন্য ভালো হতো। দলের প্রয়োজন মিটতো। আমি আমার স্বাভাবিক খেলাটা খেলারই চেষ্টা করেছি। কিন্তু, আমি আউট হওয়ার পর সাব্বির আর সাকিব ভাই আউট হয়ে গেছেন। আমি আউট না হলে হয়তো তারাও আউট হতেন না। তাদের যোগ্য সঙ্গীর অভাব ছিল। দিন শেষে আমাদের ব্যাটে দলের স্কোরবোর্ড আরও ভালো হতে পারতো। মনে হয়েছিল উইকেটে যদি কেউ সতর্ক থেকে ব্যাট চালায়, তাহলে এখানে রান করা সম্ভব। ’

২০১৫ সালের এপ্রিলে টেস্ট অভিষেক হয় সৌম্যর। টেস্টে সেভাবে আলো ছড়াতে না পারা বাঁহাতি ওপেনার সৌম্যর ব্যাটে অনেক দিন ধরেই ছিল রান-খরা। টেস্টে পাওয়া সুযোগটা কাজে লাগাতে মরিয়া ছিলেন। ওয়েলিংটনের আগে সর্বশেষ টেস্টও খেলেছিলেন সেই বছরের জুনে। এ ম্যাচে বিদায় নেওয়ার আগে সাতক্ষীরার ছেলে সৌম্য করেন ক্যারিয়ার সেরা ৮৬ রান। দিন শেষের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ‘ওয়ানডে, টি-টোয়েন্টি বা টেস্ট, যে সংস্করণেই হোক, রান দরকার ছিল আমার। টেস্টে সুযোগ পাওয়ার পর মাঠে ভেবেছি, এটিই আমার সুযোগ নিজেকে মেলে ধরার। আমার শতভাগ দিয়ে খেলার চেষ্টা করেছি। কিন্তু যা করেছি তাতে আমি পুরোপুরি সন্তুষ্ট না। আরেকটু সতর্ক হয়ে খেলতে পারতাম। তাতে দলের জন্য ভালো হতো। ’

১৪ রানের জন্য ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পাননি। দ্রুত তিনটি উইকেট হারানোর পর দলের হাল ধরেন দুই অভিষিক্ত নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত। এছাড়া শেষ দিকে ৬৩ বল খেলে উইকেট কামড়ে ইনিংসের হাল ধরতে চেয়েছিলেন ২ রান করা কামরুল ইসলাম রাব্বি। তিন সতীর্থের দারুণ ভূমিকায় খুশি সৌম্য, ‘রাব্বি ভাই দারুণ কাজ করেছেন। সোহান-শান্ত দুজনেই খুব ভালো ব্যাট করেছে। কন্ডিশন অভিষিক্তদের পক্ষে না থাকার পরও ওরা দু’জনেই খুব ভালো ব্যাটিং করেছে। ওদের সঙ্গে সিনিয়র কেউ থাকলে আরও ভালো হতো। ’

প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ২৮৯ রান করে বাংলাদেশ। সৌম্যর মতে, এখানে খুব দ্রুত প্রতিপক্ষকে অলআউট করা সম্ভব। টাইগারদের এই ওপেনার যোগ করেন, ‘আমাদের বোলারদের এমনভাবে বল করতে হবে যেন কোনো স্বাগতিক ব্যাটসম্যান এখানে সুযোগ নিতে না পারে। উইকেটের কিছু কিছু জায়গায় বল করলে টার্ন পাওয়া যাবে। সেখানে লক্ষ্য রেখে বল করতে হবে। তবে, আমরা কিছুটা ব্যাকফুটে। তারপরও বলবো প্রতিপক্ষের দশ উইকেট দ্রুত তুলে নেওয়া সম্ভব। ’

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ২০ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।