ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভারত সফরে ছিটকে গেলেন হেলস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
ভারত সফরে ছিটকে গেলেন হেলস অ্যালেক্স হেলস-ছবি:সংগৃহীত

হাতের হাড়ে চিড় ধরা পড়ায় ইংল্যান্ডের চলমান ভারত সফরে ছিটকে গেলেন ওপেনার ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। কটাকে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হাতে চোট পান তিনি। দলের সঙ্গে তিনি কলকাতায় এসেছেন, তবে ইংল্যান্ডে ফিরে যাবেন।

হেলসের পরিবের্ত তৃতীয় ওয়ানডেতে জনি বেয়ারস্টোকে নেওয়া হবে কি না তা এখনও জানা যায়নি। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নিশ্চিত।

এক্ষেত্রে তৃতীয় ওয়ানডেতে স্যাম বিলিংসকে নেওয়া হতে পারে।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় মহেন্দ্র সিং ধোনির ক্যাচ নিতে গিয়ে হাতে চোট পান হেলস। তবে পরবর্তীতে ব্যাটিং করতে নামলেও খুব দ্রুতই আউট হয়ে প্যাভিলিওনে ফিরে যান। ৩৮২ রানের টার্গেটে ইংলিশরা শেষ পর্যন্ত ১৫ রানে হেরে সিরিজ খোয়ায়।

এদিকে কটাকের ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে ইংল্যান্ড দলকে। যেখানে অধিনায়ক ইয়ন মরগান ম্যাচ ফি’র ২০ শতাংশ ও অন্যরা ১০ শতাংশ করে জরিমানা গুনবেন।

বাংলাদেশ সময়:১৪১৫ ঘণ্টা, ২১ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।