কিউই সফরে ভালো পারফর্ম করেছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। পজিটিভ ক্রিকেট খেলেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশ ক্রিকেটের ইতিবাচক ব্যাপারগুলো তুলে ধরে হাতুরুসিংহে জানান, ‘আমি দলের পারফরম্যান্সে খুশি। এটা যে খুব হতাশাজনক সফর ছিল তা নয়। সফরে প্রচুর ইতিবাচ দিক ছিল। যা হয়েছে তার জন্য কাউকে দোষ দেওয়া যাবে না। ভবিষ্যতে নিউজিল্যান্ডের অভিজ্ঞতা দলটির কাজে দেবে। গত ইংল্যান্ড সিরিজ থেকে এই সিরিজ পর্যন্ত রাব্বি ও মিরাজ দারুণ করেছে। তারা খুব দ্রুতই শিখছে। ’
হাতুরু মনে করেন পাঁচ দিনের খেলায় বাংলাদেশ অনেক উন্নতি করেছে। কিউইদের বিপক্ষে দুটি টেস্টেই আধিপত্য বিস্তার করেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতার হেরেছে টাইগাররা।
তিনি আরও জানান, ‘ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে অবশ্যই কিছুটা হতাশা ছিল। আমরা হয়তো এখনও মানসিকভাবে শক্ত হতে পারিনি। অনেকে বলবে নিউজিল্যান্ড সেরা খেলে জিতেছে। তবে আমি বলব, শক্তিশালী একটি দলের বিপক্ষে আমরা তাদের মাটিতে হেরেছি। ’
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৭
এমএমএস