খেলা দুটি অনুষ্ঠিত হয় ইউল্যাবের মোহাম্মদপুরের নিজস্ব ক্রিকেট গ্রাউন্ডে।
দিনের প্রথম ম্যাচে টসে জিতে স্টেট ইউনিভার্সিটি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিকে ২৮ রানে হারিয়ে সুপার এইটে পৌঁছে যায় ইউল্যাব। টসে জিতে ইউল্যাব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইউল্যাব আট উইকেট হারিয়ে ১৯২ রান করে। দলের পক্ষে নোমান ৪৩ বলে ৬৪ ও হাসানুজ্জামান ৩১ বলে ৫৭ রান করেন। জবাবে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ২০ ওভারে ১৬৪ রান করতে সক্ষম হয়। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বাসিত দলের পক্ষে ২৪ বলে ৪১ রান করেন। ম্যাচ সেরা হন ইউল্যাবের মোঃ হাসানুজ্জমান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও ব্র্যাক ইউনিভার্সিটিকে ৯১ রানের বিশাল ব্যবধানে হারায় ইউল্যাব। ফলে টুর্নামেন্টের সুপার এইট নিশ্চিত করল দলটি।
শনিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর মুখোমুখি হবে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং দুপুর ১টা ৩০ মিনিটে ইস্টার্ন ইউনিভার্সিটির মুখোমুখি হবে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
এবারের আসরে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেজ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলোজি, ইস্টার্ন ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং টুর্নামেন্টের আয়োজক স্বাগতিক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনুষ্ঠিত একমাত্র ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এ টুর্নামেন্টে সব রকম কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিযোগিতায় ইতিবাচক মনোভাব সৃষ্টির লক্ষ্যে আয়োজিত হয় ইউল্যাব ফেয়ার প্লে কাপ। ২০০৬ সাল থেকে প্রতি বছর সফলতার সাথে ফেয়ার প্লে কাপ আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টি।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এমআরপি