ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অপ্রত্যাশিত হারে অতৃপ্ত রুমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
অপ্রত্যাশিত হারে অতৃপ্ত রুমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগে বেশ প্রত্যয়ী মনে হয়েছিল টাইগ্রেস দলনেত্রী রুমানা আহমেদকে। সফরকারীদের হারিয়ে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বপ্ন তার চোখে জ্বলজ্বল করছিল। কিন্তু সেই স্বপ্ন ভেঙে যাওয়ায় অতৃপ্ত বাংলাদেশ নারী দলের এই অধিনায়ক।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) মিরপুর একাডেমি মাঠে বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে প্রথম দিনের অনুশীলন শেষে তিনি জানান, ‘যেটা চেয়েছিলাম সেটা হয়নি। সিরিজটা আমরা ৩-২ এ জিততে পারতাম।

কেননা প্রথম ম্যাচটি যেভাবে খেলেছি সেভাবে শেষ করতে পারিনি। দ্বিতীয় ম্যাচটি খুব কাছে গিয়েও হেরেছি। আরেকটু ভালো করা উচিত ছিল। ’

জয়ের খুব কাছে গিয়েও ঘরের মাঠে ৪-১ এ সিরিজ হেরে দলের সিনিয়র প্লেয়ার ও অধিনায়ক হিসেবে রুমানা অতৃপ্ত থাকবেন এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও পুরো সিরিজে তার দল যেভাবে খেলেছে তাতে তিনি আশাহত নন বরং সতীর্থদের প্রতি ইতিবাচক।  

কেননা সতীর্থ শারমিন ও নিগার সুলতানার সাথে তিনিও বেশ ভালো পারফর্ম করেছেন। তিনি জানান, ‘আমি একবারেই আশাহত না। আমাদের প্লেয়াররা একেবারে খারাপ খেলেছে, এমনও নয়। অন্যান্য সিরিজের তুলনায় এটি অনেক ভালো খেলেছি। ’

একথা অস্বীকার করার উপায় নেই রুমানা ও তার দল আগের তুলনায় এই সিরিজটি অনেক ভালো খেলেছে। কি ব্যাটিং কি বোলিং। কিন্তু সফরকারীদের বিপক্ষে সিরিজ হারে একটি বিষয়কেই দায়ী করলেন এই দলনেত্রী। আর সেটি হলো ফিল্ডিং।

রুমানা যোগ করেন, ‘ব্যাটিংটা নিয়ে আমরা কিছুটা হতাশ ছিলাম। সেটা এই সিরিজে কিছুটা পুষিয়ে উঠলেও আমাদের ফিল্ডিংটা বেশি খারাপ ছিল। আর বাজে ফিল্ডিংয়ের জন্যই আমরা অতিরিক্ত রান সামলাতে হিমশিম খেয়েছি। ’

এদিকে আসছে ফেব্রুয়ারি থেকে কলম্বোয় শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা। একক নয়, দলগত পারফরমেন্স যদি ভালো হয় তাহলে টুর্নামেন্টেও ভালো কিছু হবে বলেই বিশ্বাস করেন এই লাল-সবুজের দলনেত্রী, ‘ক্রিকেট একজনের খেলা না, এগার জনের খেলা। আমরা যদি ঠিকমত খেলতে পারি তাহলে অনেক দূর যাবো। ’

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ২৬ জানুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।