ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড সফরে স্মিথকে পাচ্ছে না অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
নিউজিল্যান্ড সফরে স্মিথকে পাচ্ছে না অজিরা নিউজিল্যান্ড সফরে ছিটকে গেছেন অস্ট্রেলিয়া দলপতি স্টিভেন স্মিথ/ছবি: সংগৃহীত

আসন্ন নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওয়ানডের চ্যাপেল-হ্যাডলি সিরিজ থেকে ছিটকে গেছেন স্টিভেন স্মিথ। পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে অ্যাঙ্কেল (গোড়ালি) ইনজুরিতে ভোগেন অস্ট্রেলিয়া দলপতি।

স্মিথের অনুপস্থিতিতে অজিদের ক্রিকেট ইতিহাসে ২৪তম ওয়ানডে অধিনায়ক হওয়ার অপেক্ষায় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ম্যাথু ওয়েড।  ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে টেস্ট সিরিজ সামনে রেখে ইতোমধ্যেই সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে বিশ্রাম দেওয়া হয়েছে।

পাকিস্তানকে ৪-১ ব্যবধানে ওডিআই সিরিজ হারানোর আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ডে পা রাখবে স্মিথ-ওয়ার্নার বিহীন অস্ট্রেলিয়া। ক’দিন আগেই বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করেছে কিউইরা।

অকল্যান্ডে আগামী ৩০ জানুয়ারি প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। বাকি দুই ম্যাচ ২ ও ৫ জানুয়ারি। ভেন্যু নেপিয়ার, হ্যামিল্টন।

এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-২০ (১৭, ১৯, ২২ ফেব্রুয়ারি) খেলবে অজিরা। পরদিনই ভারতের মাটিতে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। সাংঘর্ষিক সূচির কারণে লঙ্কানদের বিপক্ষে টেস্ট স্কোয়াডের কারো খেলা হচ্ছে না! টিম ইন্ডিয়ার মুখোমুখি হওয়ার আগে কন্ডিশন ও উইকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে দুবাইতে ট্রেনিং ক্যাম্প করবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।