ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টানা পাঁচ ম্যাচ পর থামলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
টানা পাঁচ ম্যাচ পর থামলো বাংলাদেশ ছবি: সংগৃহীত

দৃষ্টিপ্রতিবন্ধীদের বিশ্বকাপ ক্রিকেটে দুর্দান্তভাবে ছুটে চলা বাংলাদেশকে থামিয়ে দিল ইংল্যান্ড। বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে ইংলিশরা। নিজেদের প্রথম ম্যাচে হারের পর টানা পাঁচ ম্যাচ জিতেছিল বাংলাদেশ।

মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ২১৪ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে, ৫ উইকেট হারানো ইংলিশরা ২ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে।

এর আগে স্বাগতিক ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকা, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের পর গতকাল অস্ট্রেলিয়াকে ৯ রানে হারিয়ে দেয় বাংলাদেশ দল।

বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামা আবদুল মালেক ২৬ বলে ৯টি চারের সাহায্যে করেন ৫১ রান। আরেক ওপেনার মোহসিন জয়ের ব্যাট থেকে আসে ২৬ রান। তিন নম্বরে নামা দলপতি তানজিলুর রহমানের উইলো থেকে আসে ৫৬ রান।

এছাড়া, বাংলাদেশের হয়ে ২২ বলে ৩৯ রান করেন আবদুল্লআহ জবির। ১৯ রানে অপরাজিত ছিলেন আরিফ উল্লাহ।

২১৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইংলিশদের ওপেনার ম্যাথিউ জেমস ৫৪ রান করেন। আরেক ওপেনার অ্যাডওয়ার্ড জেমস করেন ৩৬ রান। তিন নম্বরে নামা পিটারের ব্যাট থেকে আসে ৬৮ রান। ১৮ ওভার ব্যাট করে ইংলিশরা ২১৫ রান তুলে ৫ উইকেটের জয় পায়।

১০ দলের এ টুর্নামেন্টে পয়েন্ট তালিকার সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে। লিগ পর্বে এরপর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।