ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিব-মুশফিক-রিয়াদদের ক্যারিয়ার সেরা র‌্যাংকিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
সাকিব-মুশফিক-রিয়াদদের ক্যারিয়ার সেরা র‌্যাংকিং ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ-ভারতের মধ্যকার একমাত্র টেস্ট শেষে সাদা পোশাকের র‌্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি। ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে উঠেছেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমরা।

হায়দ্রাবাদ টেস্টের প্রথম ইনিংসে ৮২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সাকিব। দ্বিতীয় ইনিংসে করেন ২২ রান।

সেই সুবাদে ক্যারিয়ার সেরা ২০তম স্থানে উঠেছেন সাকিব। দুইধাপ এগিয়ে সাকিবের অর্জন ৬৭০ রেটিং পয়েন্ট।

ব্যাটিংয়ের এই তালিকায় শীর্ষ চারে চার দেশের টেস্ট দলপতি। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ এক নম্বরে। আর দুইয়ে ভারতের দলপতি বিরাট কোহলি। তিন নম্বরে ইংল্যান্ডের নতুন দায়িত্ব পাওয়া অধিনায়ক জো রুট। চারে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

এদিকে, ৩০তম স্থানে রয়েছে টাইগারদের টপঅর্ডার মুমিনুল হক। ৩২ নম্বরে ওপেনার তামিম ইকবাল। তামিমের পরের স্থানটি দখল করেছেন মুশফিকুর রহিম। টাইগার দলপতি ৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা টেস্ট র‌্যাংকিং স্পর্শ করলেন। হায়দ্রাবাদ টেস্টের প্রথম ইনিংসে বুক চিতিয়ে লড়ে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। ক্যারিয়ার সেরা টেস্ট র‌্যাংকিং স্পর্শ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদও। ৫ ধাপ এগিয়ে তিনি ৪৫ নম্বরে।

এদিকে, বোলার ক্যাটাগরিতেও টাইগারদের হয়ে এগিয়ে সাকিব। ৬৫৮ রেটিং নিয়ে তিনি ১৫ নম্বরে অবস্থান করছেন। তবে, নেমে গেছেন একধাপ নিচে। দুইধাপ এগিয়ে ৩৬ নম্বরে টাইগার স্পিনার তাইজুল ইসলাম। দশধাপ এগিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ১০৬ নম্বরে অবস্থান করছেন তিনি। ৫ ধাপ নিচে নেমে মেহেদি হাসান মিরাজ অবস্থান করছেন ৪০ নম্বরে। আর ৯ ধাপ অবনমনে কামরুল ইসলাম রাব্বি নেমে গেছেন ৮৯ নম্বরে।

বোলারদের তালিকায় শীর্ষে ভারতের রবীচন্দ্রন অশ্বিন। দুইয়ে তারই স্বদেশি রবীন্দ্র জাদেজা। তিন নম্বরে অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।