ডানহাতি ব্যাটসম্যান ভোজেস বলেন, ‘আন্তর্জাতিক কোনো দলের বিপক্ষে খেলার এটিই আমার শেষ সুযোগ। ’
ক’দিন আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্টে বিপর্যয়ের শিকার হয় অস্ট্রেলিয়া।
ভোজেসের অজিদের হয়ে টেস্ট অভিষেক অবশ্য ২০১৫ সালেই হয়। তাও আবার ৩৫ বছর বয়সে। তবে সুযোগ পেয়েই দারুণ সফলতা পেয়েছিলেন। এখন পর্যন্ত ২০ টেস্টে পাঁচ সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরিতে ১ হাজার ৪৮৫ রান করেছেন। যেখানে তার রান গড় ৬১.৮৭। এটি স্যার ডন ব্র্যাডম্যানের পর টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গড়।
ভোজেসের অজিদের হয়ে রঙ্গিন পোশাকে অবশ্য ২০০৭ সালেই অভিষেক হয়েছিল। আর ২০১৩ পর্যন্ত ৩৮টি সীমিত ওভারের ম্যাচ খেলেছিলেন। যেখানে ৪৫.৭৮ গড়ে ৮৭০ ওয়ানডে রান ও ৪৬.৩৩ গড়ে টি-টোয়েন্টিতে ১৩৯ রান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস