ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পিএসএল খেলতে দুবাইয়ে রিয়াদ-তামিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
পিএসএল খেলতে দুবাইয়ে রিয়াদ-তামিম মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে ভারত থেকেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরেছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

ফলে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশে ফেরার পর দলের বহরে দেখা যায়নি দু’জনকে। তবে দেশে ফিরেছেন পিএসএলে সুযোগ পাওয়া আরেক তারকা সাকিব আল হাসান।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সাকিবের দুবাই যাওয়ার কথা রয়েছে।

আমিরাতে গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগের এই আসরে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে এবারই প্রথমবারের মতো অংশ নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর পেশোয়ার জালমির হয়ে খেলবেন সাকিব ও তামিম।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭
এইচএল/এমআরএম

আরও পড়ুন...তিন টাইগারের মিশন এবার ‘পিএসএল’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।