ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে সাকিব-মোস্তাফিজের খেলার সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আইপিএলে সাকিব-মোস্তাফিজের খেলার সূচি সাকিব-মোস্তাফিজের খেলার সূচি-ছবি:সংগৃহীত

আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। গতবারের মতো এবারও নিজ নিজ দলের হয়ে মাঠ মাতাবেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ২১ মে ফাইনালের মধ্যদিয়ে আসরের পর্দা নামবে।

গত কয়েক আসরের মতো এবারও কলকাতা নাইট রাইডার্সের ভরসা হিসেবে থাকছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে থাকছেন মোস্তাফিজ।

নিচে পাঠকদের জন্য শুধুমাত্র হায়দ্রাবাদ ও কলকাতার গ্রুপ পর্বের সূচি দেওয়া হলো:


সানরাইজার্স হায়দ্রাবাদ-                                             
১. হায়দ্রাবাদ-ব্যাঙ্গালুরু, এপ্রিল ৫, রাত ৮ টা
৬. হায়দ্রাবাদ-গুজরাট, এপ্রিল ৯, বিকেল ৪ টা
১০. মুম্বাই-হায়দ্রাবাদ, এপ্রিল ১২, রাত ৮ টা
১৪. কলকাতা-হায়দ্রাবাদ, এপ্রিল ১৫, বিকেল ৪ টা 
১৯. হায়দ্রাবাদ-পাঞ্জাব, এপ্রিল ১৭, রাত ৮ টা
২১. হায়দ্রাবাদ-দিল্লি, এপ্রিল ১৯, রাত ৮ টা
২৫. পুনে-হায়দ্রাবাদ, এপ্রিল ২২, রাত ৮ টা
২৯. ব্যাঙ্গালুরু-হায়দ্রাবাদ, এপ্রিল ২৫, রাত ৮ টা
৩৩.পাঞ্জাব-হায়দ্রাবাদ, এপ্রিল ২৮, রাত ৮ টা
৩৭. হায়দ্রাবাদ-কলকাতা, এপ্রিল ৩০, রাত ৮ টা
৪০. দিল্লি-হায়দ্রাবাদ, মে ২, রাত ৮ টা
৪৪. হায়দ্রাবাদ-পুনে, মে ৬, বিকেল ৪ টা
৪৮. হায়দ্রাবাদ-মুম্বাই, মে ৮, রাত ৮ টা
৫৩. গুজরাট-হায়দ্রাবাদ, মে ১৩, বিকেল ৪ টা 

কলকাতা নাইট রাইডার্স-
৩. গুজরাট-কলকাতা, এপ্রিল ৭, রাত ৮ টা
৭. মুম্বাই-কলকাতা, এপ্রিল ৯, রাত ৮ টা
১১. কলকাতা-পাঞ্জাব, এপ্রিল ১৩, রাত ৮ টা
১৪. কলকাতা-হায়দ্রাবাদ, এপ্রিল ১৫, বিকেল ৪ টা 
১৮. দিল্লি-কলকাতা, এপ্রিল ১৭, বিকেল ৪ টা
২৩. কলকাতা-গুজরাট, এপ্রিল ২১, রাত ৮ টা
২৭. কলকাতা-ব্যাঙ্গালুরু, এপ্রিল ২৩, রাত ৮ টা
৩০.পুনে-কলকাতা, এপ্রিল ২৬, রাত ৮ টা
৩২. কলকাতা-দিল্লি, এপ্রিল ২৮, বিকেল ৪ টা
৩৭. হায়দ্রাবাদ-কলকাতা, এপ্রিল ৩০, রাত ৮ টা
৪১. কলকাতা-পুনে, মে ৩, রাত ৮ টা
৪৬. ব্যাঙ্গালুরু-কলকাতা, মে ৭, বিকেল ৪ টা
৪৯. পাঞ্জাব-কলকাতা, মে ৯, রাত ৮ টা
৫৪. কলকাতা-মুম্বাই, মে ১৩, রাত ৮ টা

# ক্রমিক নং খেলার ম্যাচ সূচি হিসেবে দেওয়া হলো।
# বাংলাদেশ সময় অনুযায়ী সূচি।
# স্বাগতিক দল আগে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।