তবে আশার কথা হল, ভারতে গিয়ে বয়ে আনা ইনজুরি থেকে অনেকটাই সেরে উঠেছেন ইমরুল। দেশে ফিরে পুনর্বাসনের মাধ্যমে অভিশপ্ত সেই ইনজুরি অনেকটাই কাটিয়ে উঠেছেন।
ইমরুল বলেন, ‘আমি ভারত থেকে আসার পরে রিহ্যাব করেছি এবং গত দুই দিন যাবৎ ব্যাটিং ও রানিং করছি। আমার কাছে মনে হয় ওই রকম কোন ব্যথা নেই, রানিং ও ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে না। আমি অনেক ভাল অনুভব করছি। বিসিএলের ১৯ তারিখের ম্যাচটি আমি খেলবো। ’
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর একাডেমি মাঠে গণমাধ্যমকে তিনি একথা জানান।
এদিকে বিসিএলের এই ম্যাচটিকেই মার্চে শ্রীলংকা সিরিজে নিজেকে ফিরে পাওয়ার উপলক্ষ উল্লেখ করে ইমরুল আরও বলেন, ‘অনেক দিন ঘরোয়া ক্রিকেট খেলা হয়নি। খেললে নিজের কাছেই নিজেকে অনেক আত্নবিশ্বাসী মনে হয়। আর বিসিএলের মধ্য দিয়েই আমি বুঝতে পারবো যে ম্যাচের জন্য কতটুকু ফিট হতে পেরেছি। আশা করি এই ম্যাচটায় আমার জন্য অনেক কিছুই ইতিবাচক থাকবে, ব্যাটিং, ফিল্ডিং সব কিছু মিলে। ’
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমএমএস