ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হবিগঞ্জে স্পিনার হান্টিংয়ে ইয়েস কার্ড পেল ১২ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
হবিগঞ্জে স্পিনার হান্টিংয়ে ইয়েস কার্ড পেল ১২ জন হবিগঞ্জে স্পিন বোলার বাছাইয়ে ইয়েস কার্ড পেলো ১২ জন

হবিগঞ্জ: হবিগঞ্জে স্পিন বোলার বাছাইয়ে ইয়েস কার্ড পেয়েছে ১২ জন তরুণ উদীয়মান স্পিনার।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ও রবি স্পিনার হান্ট কার্যক্রম দিনব্যাপী এর আয়োজন করে।

বাছাই পর্বে ৯৪ জন তরুণ উদীয়মান স্পিনার অংশ নেয়।

সেখান থেকে চূড়ান্ত পর্বের জন্য ১২ জনকে বাছাই করা হয়। এর মধ্যে বাঁহাতি অফস্পিনার ৫ জন, ডানহাতি অফস্পিনার ৪ জন ও ডানহাতি লেগস্পিনার ৩ জন।

এর আগে সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্পিনার হান্ট কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. সফিউল আলম।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আবুল কালাম, ইব্রাহিম খলিল সোহেল, হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, ক্রিকেট বোর্ডের প্রশিক্ষক রাসেল আহমেদ, সহকারী প্রশিক্ষক নিয়াজ খান ও তুষার তালুকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।