ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিব-মুশফিকের পাশে দাঁড়ালেন সুজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
সাকিব-মুশফিকের পাশে দাঁড়ালেন সুজন সাকিব আল হাসান, শফিকুর রহিম ও খালেদ মাহমুদ সুজন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট চলাকালীন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেছিলেন, ‘ধরণ (ব্যাটিং) বদলালে আমি আর সাকিব থাকবো না’। এমন মন্তব্যের পর গণমাধ্যমে বেশ সমালোচনার ঝড় উঠে। 

গণমাধ্যমে সমালোচনার ঝড় উঠলেও সাকিবের এমন মন্তব্যে কোন দোষ দেখছেন না বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বরং নিজেকে নিয়ে গণমাধ্যমের সামনে করা সাকিবের এমন মন্তব্যকে সঠিক বলে আখ্যা দিলেন তিনি, ‘আমার মনে হয় সাকিব যা বলেছে ঠিকই বলেছে।

তবে এসব ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, পরিবেশ একটু বিশ্লেষণ করতে হবে। ’

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে  সুজন একথা বলেন। সাকিবকে বিশ্বসেরা অলরাউন্ডার উল্লেখ করে এসময় তিনি আরও বলেন ‘আসলে সাকিবকে বোঝানোর কিছু নাই। সে কিন্তু ওয়ান অব দ্য বেস্ট অলরাউন্ডার। ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও কিন্তু টিকে থাকতে চেয়েছিলো। কিন্তু একটা বল লাফিয়ে গ্লাভসে লেগে আউট হয়ে গেলো। কিন্তু ওর নিজস্ব গেমপ্ল্যান থাকে।  সাকিব জানে  কিভাবে কী করতে হবে। ’

সাকিবের পরেই প্রসঙ্গ আসে মুশফিকুর রহিমের। বাংলাদেশ ক্রিকেটের এই টেস্ট অধিনায়ক একাধারে একজন উইকেটরক্ষক, অধিনায়ক ও ব্যাটসম্যান; মানে তিনটি গুরুদায়িত্ব একাই সামলে থাকেন।

তাই সুজনের কাছ জানতে চাওয়া হয়েছিল মুশফিকের দায়িত্ব কমানোর কোন পরিকল্পনা বোর্ডের আছে কি না? উত্তরে সুজন সিদ্ধান্তের বিষয়টি মুশফিকের হাতেই ছেড়ে দিয়ে বললেন, ‘সে আমাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সে সব ফরম্যাটেই সমান গুরুত্বপূর্ণ। ও-ই বলতে পারবে ওর কাজের চাপ বেশি কিনা। যখনই ওকে দেখি, ও বলে সব সে উপভোগ করে। তার মানে ওর কাজের চাপ নেই। ও যদি মনে করে চাপ হচ্ছে, তাহলে সে বোর্ডের সঙ্গে আলোচনা করবে। তারপর এই সিদ্ধান্ত হবে। আমার মনে হয় কিপিং ভালোবাসে। যতদিন পর্যন্ত সে উপভোগ করবে, করে যেতে পারে। ’

এসময় গণমাধ্যমকর্মীরা মুশফিকের ভুল কিপিং নিয়ে প্রশ্ন করলে জবাবটা বেশ কড়াভাবে দেন সুজন, ‘কিপিং একটা থ্যাংকসলেস জব। মুশফিক একটা ভালো কিছু করলে সেটা কিন্তু আলোচিত হয় না। কিন্তু একটা ভুল করলে সেটা বাতাসে ভাসতে থাকে। এটা বাংলাদেশের মানুষের মনে গেথে যাওয়া প্রবলেম। একটু খারাপ করলে অনেককে দেখি হামলে পড়তে চায়, হিংস্র হয়ে উঠে। টকশোতে কথা বলে। কিন্তু আড়াই বছরের দারুণ সাফল্যের কথা কেউ বলে না। ’

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।