টানা ১২টি ওয়ানডে জিতে নিজেদের করা ২০০৫ সালের রেকর্ড স্পর্শ করলো দ. আফ্রিকা। বুধবার (২২ ফেব্রুয়ারি) ক্রাইস্টচার্চে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
৩৪ ওভারের ম্যাচে ডি ভিলিয়ার্স ৩৭ ও তরুণ ফেলুকভায়ো ২৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ওপেনিং জুটিতে ৮৮ রান তুলে দুর্দান্ত শুরু এনে দেন কুইন্টন ডি কক (৬৯) ও হাশিম আমলা (৩৫)। কিউইদের হয়ে টিম সাউদি দু’টি ও একটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, ইশ শোধি, কেন উইলিয়ামসন।
এর আগে টস জিতে ব্ল্যাক ক্যাপসদের ব্যাটিংয়ে পাঠান প্রোটিয়া দলপতি ডি ভিলিয়ার্স। স্কোরবোর্ডে সাত উইকেটে ২০৭ রান তোলে স্বাগতিকরা। সর্বোচ্চ ৫৯ রান করেন অধিনায়ক উইলিয়ামসন। ওপেনার ডিন ব্রাউনলি ৩১ ও জিমি নিশামের ব্যাট থেকে আসে ২৯। কলিন ডি গ্র্যান্ডহোম ৩৪ ও টিম সাউদি ২৪ রানে অপরাজিত থাকেন।
একাই চারটি উইকেট দখল করেন ক্রিস মরিস। কাগিসো রাবাদা দু’টি ও বাকি উইকেটটি তাবরিজ শামসির।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম