ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পুনের অধিনায়ক থেকে সরানো হলো ধোনিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
পুনের অধিনায়ক থেকে সরানো হলো ধোনিকে পুনের অধিনায়কত্ব হারালেন ধোনি/ছবি: সংগৃহীত

আইপিএলেও কী ধোনির দিন শেষ! অধিনায়ক হিসেবে অাগের ৯টি আসরে দলকে নেতৃত্ব দিয়েছেন। এবার মুদ্রার উল্টোপিঠ দেখতে হচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে। তাকে রাইজিং পুনে সুপারজায়ান্টসের অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

পুনের নেতৃত্বভার উঠেছে অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথের কাঁধে। ২০ ফেব্রুয়ারি খেলোয়াড়দের নিলাম প্রক্রিয়ার ঠিক আগে এমন পরিবর্তন সবার মুখেমুখে।

আগামী ৫ এপ্রিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় টি-২০ লিগের পর্দা উঠবে।

সম্প্রতি অনুষ্ঠিত ইংল্যান্ড সিরিজ সামনে রেখে দু’মাসও হয়নি ভারতের সীমিত ওভারের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান ৩৫ বছর বয়সী ধোনি। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) তার নামের পাশে থাকছে না ‘ক্যাপ্টেন’।

২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত চেন্নাই সুপার কিংসকে সামনে থেকে নেতৃত্ব দেন ধোনি। তার অধীনে আটবারের মধ্যে ছয়বার ফাইনাল খেলে চেন্নাই। দু’বার জেতে শিরোপা। চেন্নাই ফ্র্যাঞ্চাইজি নিষিদ্ধ হওয়ায় গত বছর পুনের দায়িত্ব পেয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।