ট্রেন্ট বোল্ট-ক্রিস ওকস/ছবি: সংগৃহীত
আইপিএলের দশম আসরের নিলামে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স দলে টেনেছে নিউজিল্যান্ডের সেরা পেসার ট্রেন্ট বোল্টকে। গত আসরে মোস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দ্রাবাদে ছিলেন বোল্ট।
মোস্তাফিজ-ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত জুটিতে গতবার হায়দ্রাবাদের নিয়মিত একাদশে খুব বেশি সুযোগ হয়নি বোল্টের।
এবারো মোস্তাফিজকে দলে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ।
মূল বোলার হিসেবেই থাকবেন টাইগারদের এই সেরা পেসার। ফলে, বোল্টকে ছেড়ে দিতে পিছপা হয়নি দলটি। তাই এবারের নিলামে ডাকা হয় নিউজিল্যান্ড পেসারকে।
বোল্টকে দলে টানতে সাকিবের কলকাতা খরচ করেছে ৫ কোটি ভারতীয় রুপি। নিলামে তার ভিত্তি ধরা হয়েছিল ১ কোটি ৫০ লাখ রুপি।
এছাড়া, বোল্টের পর ৪ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসকে নিয়েছে কলকাতা।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।