আগামী ৫ এপ্রিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় টি-২০ লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের পর্দা উঠবে। ফাইনাল ২১ মে।
গত ২০ ফেব্রুয়ারির নিলামে ২.১৬ মিলিয়ন ডলারের বিনিময়ে স্টোকসকে দলে ভেড়ায় পুনে। বিদেশি খেলোয়াড়দের মধ্যে এটাই রেকর্ড ফি। চ্যাম্পিয়নস ট্রফি (১ জুন শুরু) সামনে রেখে মে মাসের শেষদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের (তিনটি ওয়ানডে) প্রস্তুতি নিতে ১৪ মে ইংল্যান্ডে ফিরবেন স্টোকস। ওইদিনই আইপিএলের গ্রুপ পর্ব শেষ হবে।
স্টোকস ছাড়াও ক্রিস উকস ও জস বাটলারকে আয়ারল্যান্ড সিরিজ (৫ ও ৭ মে) থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাটলারকে রেখে দিয়েছে মু্ম্বাই ইন্ডিয়ানস। ক্রিস উকসকে দলে টেনেছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। ১৪ মে পর্যন্ত তারা টুর্নামেন্টে থাকতে পারবেন। তাদের দল প্লে-অফ পর্বে উত্তীর্ণ হলেও খেলার সুযোগ নেই।
এদিকে, ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের ডাক পড়বে আগেই। আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি নিতে ১ মে দেশে ফিরে যেতে হবে তাকে। নতুল টিম কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে টুর্নামেন্টের প্রথম মাসটাই খেলতে পারবেন। মরগানের সঙ্গী জেসন রয় ও স্যাম বিলিংস। রয়কে দলে ভিড়িয়েছে গুজরাট লায়নস। বিলিংসকে রেখে দিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।
দুই ইংলিশ পেসার টাইমল মিলস ও ক্রিস জর্ডানের সামনে পুরো আসরে খেলার সুযোগ। মিচেল স্টার্কের অভাব পূরণে মিলসকে সই করিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে আইপিএলের এবারের আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার। মিলসের সাসেক্স সতীর্থ জর্ডানের জুনের শেষদিকে প্রোটিয়াদের বিপক্ষে টি-২০ সিরিজের আগে ইংল্যান্ড দলে ফেরার সম্ভাবনা কম।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম