আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে দলে ফিরেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে সাসেক্স জানায়, ‘আজ আমাদের বাংলাদেশি সমর্থকদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের বাংলাদেশ দলে ডাক পাওয়ার জন্য সাবেক সাসেক্স খেলোয়াড় মোস্তাফিজকে অভিনন্দন জানাচ্ছি। ’
উল্লেখ্য, ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলার সময় গত বছর বাঁ-কাঁধে চোট পান মোস্তাফিজ। চোটের অবস্থা সুবিধা না হওয়ায় শেষ পর্যন্ত কাটার মাস্টারকে অস্ত্রোপচার করাতে হয়। অস্ত্রোপচারের পর দীর্ঘ পাঁচ মাস নিয়মিত রিহ্যাব করে আবারো ক্রিকেট মাঠে ফিরে আসেন মুস্তাফিজ।
কাঁধের অস্ত্রোপচারের ফলে জাতীয় দলের মেধাবী এ পেসার ঘরের মাঠে অনুষ্ঠিতব্য বিপিএলের দ্বিতীয় আসরের পাশাপাশি ইংল্যান্ড সিরিজেও খেলতে পারেননি।
এর আগে সাসেক্সের হয়ে অভিষেকটা দুর্দান্ত হয়েছিল মোস্তাফিজের। সে ম্যাচে চারটি উইকেট তুলে জয়ের পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস