ভারতের বিপক্ষে চলমান পুনে টেস্টে দ্বিতীয় ইনিংসে ১০৯ রানের অসাধারণ সেঞ্চুরি তুলে নেন স্মিথ। দলের ২৮৫ রানের সংগ্রহে যেখানে আর কারও হাফসেঞ্চুরি পর্যন্ত নেই, সেখানে প্রিয় প্রতিপক্ষকে পেয়ে সেঞ্চুরি না করে থাকতে পারলেন না তিনি।
এর আগে ঘরের মাঠে ২০১৪-১৫ মৌসুমে চার ম্যাচের টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ভারত। যেখানে প্রতিটি ম্যাচেরই প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পান তিনি। সেই সিরিজে তার ব্যাট থেকে এসেছিল ৭৬৯ রান।
ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫১ টেস্টে ১৮টি সেঞ্চুরি করেছেন ডানহাতি ব্যাটসম্যান স্মিথ। তবে ভারত ছাড়া ইংল্যান্ডের বিপক্ষেও সমান পাঁচটি সেঞ্চুরি করেছেন তিনি। ইংলিশদের বিপক্ষে তিনি খেলেছেন ১৯টি টেস্ট। সেখানে ভারতের বিপক্ষে পাঁচে পাঁচ।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস