ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

‘রানমেশিন’ ৩৩ বছরের তুষার ইমরান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
‘রানমেশিন’ ৩৩ বছরের তুষার ইমরান ছবি: সংগৃহীত

ঘরোয়া প্রথম শ্রেণির রানমেশিন বলা যায় ৩৩ বছর বয়সী তুষার ইমরানকে। এক ম্যাচ আগেই ক্যারিয়ার সেরা রান করার পথে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। এক ম্যাচ বাদেই আবারো ডাবল সেঞ্চুরির আনন্দ উদযাপন করলেন তুষার ইমরান।

চলমান বিসিএলের শেষ রাউন্ডের ম্যাচে সেন্ট্রাল জোনের বিপক্ষে ২১৭ রান করেছেন সাউথ জোনের তুষার ইমরান।

বিকেএসপিতে ডাবল সেঞ্চুরি হাঁকাতে তিনি ৩৪০ বল মোকাবেলা করেছেন।

হাঁকিয়েছেন ২১টি বাউন্ডারি। মার্শাল আইয়ুবের বলে সাইফ হাসানের তালুবন্দী হন তিনি।

গতকাল তুষার ২৩তম সেঞ্চুরি উদযাপন করেছিলেন। ছুঁয়েছিলেন এক মৌসুমে পাঁচ সেঞ্চুরির রেকর্ড। আজ সেটিকে ডাবলে রূপ দেন তিনি। তিন ম্যাচের মধ্যে তুষারের এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে তৃতীয়। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিকও তিনি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে প্রথম শ্রেণিতে তিনটি ডাবল সেঞ্চুরি আছে মোসাদ্দেক হোসেন ও অলক কাপালীর।

সব প্রতিযোগিতা মিলিয়ে তুষার ইমরানের খেলা সবশেষ ইনিংস গুলো হলো ১৫, ১০৮, ১৪১, অপরাজিত ১, ২৪, ১৩৮, ৪৭, ৬২, ৮১, ৪৪, ২২০, ১, ৩১, ২১৭।

২০১৪-১৫ মৌসুমে তুষার করেছিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। জাতীয় দলের হয়ে ৫টি টেস্ট আর ৪১টি ওয়ানডে খেলেছিলেন তিনি। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১৪৫টি। যেখানে তার ২৩টি শতকের পাশাপাশি রয়েছে ৪৯টি অর্ধশতক।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ০৬ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।