ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ডাবল সেঞ্চুরির অপেক্ষায় নাফিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
ডাবল সেঞ্চুরির অপেক্ষায় নাফিস ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) এবারের আসরের প্রথম পাঁচ রাউন্ডের খেলায় কোনো সেঞ্চুরির দেখা পাননি প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। অবশেষে শেষ রাউন্ড দিয়ে সেঞ্চুরির আক্ষেপ ঘোঁচালেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে বিসিএলের ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় দিনে খেলেছেন অপরাজিত ১৭০ রানের অনবদ্য এক ইনিংস। এবার নিজের ডাবল সেঞ্চুরির অপেক্ষায় নাফিস।

সোমবার (৬ মার্চ) ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলানিউজকে নিজের অভিপ্রায়ের কথা জানাতে গিয়ে ৩১ বছর বয়সী এই স্টাইলিশ ব্যাটসম্যান জানান, ‘চেষ্টা ছিল বড় একটা ইনিংস খেলার। কেননা, এই বিসিএলে আমার ওই রকম বড় ইনিংস নেই। এখন চেষ্টা করবো যেন দুই’শ হয়। ’

প্রথম সেঞ্চুরি হাঁকানোর পর বেশ উৎফুল্লিত দক্ষিণাঞ্চলের এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। সেঞ্চুরির অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘ভীষণ ভালো লাগছে এই ভেবে যে শেষ ম্যাচে সেঞ্চুরি পেয়ে গেলাম। ’

বাংলাদেশে ক্রিকেট লিগে এবার ৫ ম্যাচে, ১ জয় ও ৪ ড্র’য়ে, ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে নাফিসের দক্ষিণাঞ্চল। মৌসুমে শিরোপা জিততে হলে অবশ্যই উত্তরাঞ্চলকে তাদের চলতি ম্যাচে হারতে হবে। কিন্তু সেটা আর সম্ভব নয়। কেননা পূর্বাঞ্চলের বিপক্ষে তাদের শেষ রাউন্ডের ম্যাচটি অবধারিতভাবেই ড্র হতে যাচ্ছে, এই মৌসুমের শিরোপা ঘরে তুলতে তাদের ড্র করলেই চলবে। এর ফলে হয়তো রানারআপ হয়েই নাফিসদের এবারের মৌসুম শেষ করতে হবে।

বিষয়টি নিয়ে কিছুটা মনোক্ষুন্ন নাফিস বললেন, ‘অল্পের জন্য শিরোপা হাতছাড়া হয়ে গেল। আমরা কোনো ম্যাচ হারিনি। কিন্তু যে ম্যাচগুলো ড্র করেছি সেগুলোতে প্রথম ইনিংসে লিড নিতে পারিনি। ছোট ছোট ভুলের কারণে চ্যাম্পিয়ন হতে পারছি না। চেষ্টা করবো ভুল থেকে শিখে সামনের মৌসুমে ভালো খেলার। ’

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ৬ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।