ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চাইলেন অনুরাগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চাইলেন অনুরাগ অনুরাগ ঠাকুর-ছবি:সংগৃহীত

ভারতীয় বোর্ডের ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর নিঃশর্ত ক্ষমা চাইলেন দেশটির সুপ্রিম কোর্টের কাছে। অনুরাগের বিরুদ্ধে হলফনামায় মিথ্যে বলার অভিযোগ ছিল। সেই অভিযোগ হল, লোধা সংস্কার আটকাতে তিনি আইসিসি-র কাছে বাহ্যিক শক্তির হস্তক্ষেপ হচ্ছে বলে চিঠি চেয়েছিলেন।

অনুরাগের সঙ্গে ঝামেলায় সেই তথ্যই ফাঁস করে দিয়েছিলেন সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট এবং বর্তমানে আইসিসির প্রধান শশাঙ্ক মনোহর। তারই ভিত্তিতে দেশের সর্বোচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়েন অনুরাগ।

এখন অবশ্য ক্ষমা চেয়ে নেওয়ায় তিনি জালিয়াতির অভিযোগ থেকে মুক্তি পেয়ে যাবেন বলেই মনে করছেন বোর্ড কর্তারা।

সোমবার আইসিসি’তে বোর্ডের প্রতিনিধিত্ব নিয়েও শুনানি হয়। বোর্ডের পক্ষে দাঁড়িয়ে কপিল সিব্বল আদালতে বলেন, ভারতীয় বোর্ডের টাকা কমিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থায় সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করতে দেওয়া হোক যে, আইসিসি’তে ভারতীয় বোর্ডের প্রতিনিধি হিসেবে কে যাবেন? তবে এ নিয়ে আদালত এ দিন রায় জানায়নি।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ০৭ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।