ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

১০৭ রানের টার্গেটে নেমেও জেতেনি অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
১০৭ রানের টার্গেটে নেমেও জেতেনি অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

১৮৮ রানের টার্গেটে নেমেও অস্ট্রেলিয়ার ৭৫ রানের হার! এটা যত চমকই দিক না কেন, ভারতের বিপক্ষে এর আগেও দুইবার এ ধরনের লজ্জায় ডুবতে হয়েছে অজিদের। এমনকি ১০৭ রানের টার্গেটে নেমেও ম্যাচ হেরেছিল অস্ট্রেলিয়া।

বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে ৭৫ রানে ম্যাচ জিতে চার ম্যাচ টেস্ট সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে ভারত। অজিরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৫.৪ ওভার ব্যাট করে মাত্র ১১২ রানেই সবকটি উইকেট হারায়।

শেষ ১১ রানে ৬ উইকেট হারায় সফরকারীরা।

এর আগে ভারত নিজেদের প্রথম ইনিংসে ১৮৯ রান করে। জবাবে অজিরা ২৭৬ রান করে ৮৭ রানের লিড পায়।

২০০৪ সালের নভেম্বরে মুম্বাই টেস্টে ভারতের বিপক্ষে মাত্র ১০৭ রানের টার্গেট পেয়েছিল অজিরা। ব্যাটিংয়ে নেমে ৯৩ রানেই গুটিয়ে ১৩ রানে ম্যাচ হেরে যায় সফরকারী অস্ট্রেলিয়া। ১৯৮১ সালের ফেব্রুয়ারিতেও লজ্জায় ডুবেছিল অজিরা। মেলবোর্নে নিজেদের মাঠে ভারতের বিপক্ষে জয়ের জন্য ১৪৩ রানের টার্গেট পেয়েও অলআউট হয়েছিল ৮৩ রানে, ম্যাচ হেরেছিল ৫৯ রানে।

ভারতের ছুঁড়ে দেওয়া কম রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকাও লজ্জা পেয়েছিল। ১৯৯৬ সালে আহমেদাবাদে ১৭০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছিল ১০৫ রানে, ম্যাচ হেরেছিল ৬৪ রানে। আর ১৯৬৯ সালে মুম্বাইয়ে নিউজিল্যান্ডকে ১৮৮ রানের টার্গেট দিয়েছিল স্বাগতিক ভারত। শেষ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১২৭ রানেই গুটিয়ে গিয়েছিল কিউইরা, হেরেছিল ৬০ রানের ব্যবধানে।

কম রানের টার্গেট দিয়ে ম্যাচ জিতে নেওয়ার তালিকায় চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচটি রয়েছে পাঁচ নম্বরে। যার তিনটিতেই ভারতের শিকার অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ০৭ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।