ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

এলগারের অপরাজিত সেঞ্চুরিতেও প্রোটিয়াদের অস্বস্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
এলগারের অপরাজিত সেঞ্চুরিতেও প্রোটিয়াদের অস্বস্তি ডিন এলগার-ছবি:সংগৃহীত

ডুনেডিন টেস্টে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। নিউজিল্যান্ড বোলারদের দাপুটে বোলিংয়ে দলীয় ২২ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। তবে দলকে একাই টেনে নেন ওপেনার ডিন এলগার। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি করে দিন শেষে থাকেন অপরাজিত। কিন্তু সারা দিনে প্রোটিয়ারা ২.৫৪ গড়ে রান তুলেছে মাত্র ২২৯। হারিয়েছে চার উইকেট।

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে সুবিধে করতে পারেনি দ.আফ্রিকা। শুরুতেই ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হন ওপেনার স্টিফেন কুক।

ব্যক্তিগত ১ রানে নিল ওয়াগনারের বলে সরাসরি বোল্ড হন অভিজ্ঞ ব্যাটসম্যান হাশিম আমলা। একই ওভারে ওয়াগনার তুলে নেন জেপি ডুমিনিকেও।

তবে চতুর্থ উইকেট জুটিতে দলকে ম্যাচে ফেরান এলগার-ফাফ ডু প্লেসিস জুটি। করেন ১২৬ রানের পার্টনারশিপ। অবশ্য হাফসেঞ্চুরি (৫২) করেই জেমস নিশামের বলে আউট হয়ে যান প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসিস। তবে উইকেটে অবিচল থাকেন এলগার। দিন শেষে ২৬২ বলে ২২টি চারের সাহায্যে ১২৮ করে অপরাজিত থাকেন। তাকে ৩৮ রানে সঙ্গ দিয়ে মাঠ ছাড়েন উইকেটরক্ষক তেন্দা বাভুমা।

ওয়াগনার দুটি উইকেট দখল করেন। আর একটি করে উইকেট পান বোল্ট ও নিশাম।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ০৮ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।