ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

তিন ফরম্যাটে ফের শীর্ষ অলরাউন্ডার সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
তিন ফরম্যাটে ফের শীর্ষ অলরাউন্ডার সাকিব সাকিব আল হাসান-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক্রিকেটের তিন ফরম্যাটে ফের শীর্ষ অলরাউন্ডারের তালিকায় ফিরলেন সাকিব আল হাসান। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগেই ছিলেন। এবার টেস্ট র‌্যাঙ্কিংয়েও অলরাউন্ডার ক্যাটাগরিতে সবার ওপরে চলে এলেন।

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান গল টেস্টে খেলছেন সাকিব। তবে র‌্যাঙ্কিং হওয়া পর্যন্ত কোনো উইকেট বা রানের দেখা পাননি তিনি।

কিন্তু অন্যদিকে শীর্ষে থাকা ভারতের রবিচন্দ্রন অশ্বিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাঙ্গালুরু টেস্টে রান না পাওয়ায় পিছিয়ে যান।  

সাকিবের রেটিং পয়েন্ট ৪৪১। দুই নেমে যাওয়া অশ্বিনের ৪৯৩ থেকে ৪৩৪ রেটিংয়ে অবনমন হয়েছে। তবে পরের তিনটি জায়গায় রবিন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক ও বেন স্টোকস অপরিবর্তিত আছেন।

এদিকে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। তবে ইংল্যান্ডের জো রুটের কাছে দ্বিতীয়স্থান ছেড়ে দিতে হয়ে গত দুই টেস্টে বাজে খেলা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে।

বোলার র‌্যাঙ্কিংয়ে অবশ্য শীর্ষেই আছেন ভারতকে দ্বিতীয় টেস্ট জেতানো বোলিং করা স্পিনার অশ্বিন। পাশাপাশি জস হ্যাজেলউডকে পেছনে ফেলে জাদেজা দ্বিতীয়স্থানটি দখল করেছেন জাদেজা।

ব্যাঙ্গালুরু টেস্ট জয়ের ফলে আগামী ১ এপ্রিল পর্যন্ত টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলো ভারত। ফলে আইসিসি কতৃক ১ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কারও পাচ্ছে টিম ইন্ডিয়া।

সেরা ১০ ব্যাটসম্যান: স্টিভেন স্মিথ, জো রুট, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, চেতশ্বর পুজারা, হাশিম আমলা, আজহার আলী, ইউনিস খান, কুইন্টন ডি কক।

সেরা ১০ বোলার: রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, জস হ্যাজেলউড, রঙ্গনা হেরাথ, কাগিসো রাবাদা, ডেল স্টেইন, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ভারনন ফিল্যান্ডার, মিচেল স্টার্ক, নিল ওয়াগনার।

সেরা ৫ অলরাউন্ডার: সাকিব আল হাসান, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক, বেন স্টোকস।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ০৮ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।