নিউজিল্যান্ড ও ভারতের পর শ্রীলঙ্কা সফরেও মুশফিকের ব্যাট হেসেছে। দলের কঠিন সময়ে একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ৮৫ রানের অসাধারণ এক ইনিংস।
এর আগে ওয়েলিংটনে দুই ইনিংসে যথাক্রমে করেছিলেন ১৫৯ ও ১৩। পরে ভারত সফরে হায়দ্রাবাদে একমাত্র টেস্টে দুই ইনিংসে করেন ১২৭ ও ২৩।
গল টেস্টে লঙ্কানরা প্রথম ইনিংসে ৪৯৪ রান করে। ১৯২ রানে টপঅর্ডারের ৬ ব্যাটসম্যানকে হারিয়ে বসে বাংলাদেশ। এরপর মেহেদি হাসান মিরাজের সঙ্গে সপ্তম উইকেট জুটিতে ১০৬ রানের পার্টনারশিপ গড়েন মুশফিক।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ০৯ মার্চ, ২০১৭
এমএমএস