ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএল দল পাঞ্জাবের অধিনায়ক ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
আইপিএল দল পাঞ্জাবের অধিনায়ক ম্যাক্সওয়েল গ্লেন ম্যাক্সওয়েল-ছবি:সংগৃহীত

দশম আইপিএলে কিংস ইলিভেন পাঞ্জাবের অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। গত মৌসুমের দলনেতা মুরালি বিজয়ের থেকে নেতৃত্ব পান তিনি। এর আগে ২০১৬ মৌসুমে প্রথম দিকে অধিনায়ক ছিলেন ডেভিড মিলার। তবে প্রথম ছয় ম্যাচের পাঁচটিতে হেরে নেতৃত্ব হারান মিলার।

এখন পর্যন্ত সবধরনের প্রতিযোগিতায় ৩৩৮ ম্যাচ খেলা ম্যাক্সওয়েল এবারই প্রথম নেতৃত্ব পেতে যাচ্ছেন। একই দলে দুই হেভিওয়েট তারকা ইয়ন মরগান ও ড্যারেন স্যামিকে পেছনে ফেলে অধিনায়ক হলেন তিনি।

মরগান সর্বশেষ ইংল্যান্ডকে টি-টোয়েন্ট বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেছেন। আর ওয়েস্ট ইন্ডিজকে দু’বার শিরোপা জিতিয়েছেন স্যামি।

আইপিএলে গত দুই মৌসুম অবশ্য বাজে কেটেছে ম্যাক্সওয়েলের। মাত্র দুটি হাফসেঞ্চুরিতে ২২ ম্যাচে ৩২৪ রান করেছিলেন। কিন্তু একই দলের হয়ে ২০১৪ সালে ভয়ঙ্কর ছিলেন ডানহাতি এ তারকা। ১৬ ম্যাচে ১৮৭.৭৫ স্ট্রাইক রেটে করেছিলেন ৫৫২ রান। সেবার পাঞ্জাব ফাইনালে খেলেছিল।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।