ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

স্বপ্নিল ক্যাম্পে দুধর্ষ আজমির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
স্বপ্নিল ক্যাম্পে দুধর্ষ আজমির স্বপ্নিল ক্যাম্পে দুধর্ষ আজমির

এশিয়ার আট ক্রিকেট খেলুড়ে দেশের অনূর্ধ্ব-২৩ দল নিয়ে ২৭ মার্চ থেকে দেশের চারটি ভেন্যুতে গড়াচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। টুর্নামেন্টটিকে সামনে রেখে শনিবার (১১ মার্চ) থেকে শুরু হয়েছে ১৭ সদস্যের প্রাথমিক দলের অনুশীলন ক্যাম্প।

টাইগার যুবাদের হয়ে ঘরের মাঠে এশিয়ার এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নিচ্ছেন প্রথম বিভাগ লিগে এবারের মৌসুমে অগ্রনী ব্যাংকের হয়ে ১৬৪ বলে অপরাজিত ২২২ রানের বিষ্ফোরক ইনিংস খেলা আজমির আহমেদ।

আর এই বিষয়টিকে অনেকটা স্বপ্ন পূরণের মতোই মনে করছেন অনূর্ধ্ব-২২ এই যুবা টাইগার, ‘বিষয়টি আমার কাছে স্বপ্ন সত্যি হয়ে ধরা দেয়ার মতোই।

আমাদের এই ক্যাম্পে জাতীয় দলে খেলছেন এমন অনেক ক্রিকেটার আছেন। তাছাড়া একাডেমির অনুশীলন অনেক গোছালো। এখানে এসে খুব ভালো লাগছে। দলে সুযোগ পেলে অবশ্যই কাজে লাগাবো। ’

শনিবার (১১ মার্চ) প্রথম দিনের অনুশীলন শেষে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন আজমির।

প্রথম দিনের অনুশীলনে হেড কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে জিম আর ইনডোর ব্যাটিং সেশনে সময় কাটিয়েছেন ইমার্জিং কাপের অনূর্ধ্ব-২৩ দলের ১৭ সদস্য। বৃষ্টি থাকায় অনুশীলনের কাজ মাঠে সারতে না পারলেও ইনডোরে করেছেন ব্যাটিং অনুশীলন। ছিল জিম সেশনও। ক্রিকেটাররা প্রায় ঘণ্টাব্যাপি ফিটনেস সেশনে সময় কাটিয়েছেন জিমে।

যুবাদের পাশাপাশি প্রথম দিনের অনুশীলনে দেখা গেছে জাতীয় দলের মোহাম্মদ মিঠুন, তানভির হায়দার, আবু হায়দার রনি ও নুরুল হাসান সোহানকে। মজার ব্যাপার হলো, টুর্নামেন্টকে সামনে রেখে যুবাদের অনুশীলন ক্যাম্প শুরু হলেও এখনও আনুষ্ঠানিকভাবে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবি’র প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার ওয়ানডে স্কোয়াড ঘোষণার পর ইমার্জিং কাপের স্কোয়াড ঘোষিত হবে।

এশিয়ার  আট দেশের অনূর্ধ্ব-২৩ দল নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। টুর্নামেন্টের প্রথম দিনেই নিজ নিজ ম্যাচে মাঠে নামবে অংশগ্রহণকারী দলগুলো। ২৭ মার্চ টুর্নামেন্টের প্রথম দিনে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হংকং। ২৮ মার্চ নেপাল ও ৩০ মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা।

অন্য গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও স্টেডিয়ামের একাডেমি মাঠে। এখানকার দুটি ভেন্যু ছাড়াও ‍টুর্নামেন্টের ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়ামে।

৩ এপ্রিল দুপুর  ২টায় দিবা-রাত্রির ফাইনাল ম্যাচটি হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ওয়ানডে ফরমেটের এই টুর্নামেন্ট এশিয়ার চার টেস্ট দল-বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার হয়ে খেলবে তাদের অনূর্ধ্ব-২৩ দল। এই চার দল তাদের খেলোয়াড়ের তালিকায় জাতীয় দলের চারজন করে খেলোয়াড় রাখতে পারবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১১ মার্চ ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।