স্কোর: দ. আফ্রিকা - ৩০৮ ও ২২৪/৬ (১০২ ওভার)
নিউজিল্যান্ড - ৩৪১
ছয় উইকেটে ২২৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে প্রোটিয়ারা। অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৫৬ রানে অপরাজিত থাকেন।
দু’টি করে উইকেট লাভ করেন নেইল ওয়াগনার ও জিতান প্যাটেল। একটি করে নেন ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনার।
এর আগে প্রথম ইনিংসে দ. আফ্রিকার ৩০৮ রানের জবাবে কেন উইলিয়ামসনের (১৩০) সেঞ্চুরিতে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৪১ রান তোলে স্বাগতিকরা। অর্ধশতক হাঁকান জিত রাভাল ও বিজে ওয়াটলিং।
তিন ম্যাচ সিরিজে কিউইদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দলের দু্ই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি! দ্বিতীয় দিনে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। ওয়েলিংটন টেস্টে ছিটকে গেছেন তিনি। চতুর্থ দিনে কুঁচকির সমস্যা নিয়ে মাঠ ছাড়েন পেস তারকা ট্রেন্ট বোল্ট।
প্রসঙ্গত, বৃষ্টি ও আলোকস্বল্পতা ছাড়াও এ ম্যাচটিতে আলোচিত ছিল আগুন আতঙ্ক! তৃতীয় দিনের শেষদিকে স্টেডিয়ামে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে ম্যাচ সাময়িক বন্ধ হয়ে যায়। দু’দলের সব ক্রিকেটার মাঠের মাঝে ঝড়ো হন। দমকল কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। গুরুতর বা ভয়বহ কিছু হয়নি। ২০ মিনিট বাদেই আম্পায়ারদের খেলা শুরু করতে বলা হয়।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৭
এমআরএম