ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের টেস্ট ব্যাটিং নিয়ে পাপনের ক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
টাইগারদের টেস্ট ব্যাটিং নিয়ে পাপনের ক্ষোভ ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ দলের ব্যাটিং সম্পূর্ণরূপে হতাশ করেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড ও ভারতের বোলারদের বিপক্ষে ব্যাট হাতে টাইগারদের যে দৃঢ়তা পাপন দেখেছিলেন তার লেশমাত্র খুঁজে পাননি, শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে। তাই প্রশ্ন তুললেন তাদের ব্যাটিং নিয়ে।

সোমবার (১৩ মার্চ) নিজ কার্যালয়ে গণমাধ্যমের সামনে পাপন বলেন, ‘টেস্টে আমাদের দুর্বলতা এখনও রয়ে গেছে। টেস্টে যে ধরনের মানসিকতা নিয়ে খেলতে হয় ওই জিনিসটা এখনও আমাদের মধ্যে গড়ে উঠেনি।

টেস্টে আমাদের শট নির্বাচন খুবই দুর্বল। টি-টোয়েন্টিতে ও ওয়ানডেতে যে স্টাইলে খেলি, টেস্টও একই স্টাইলে খেলছি। ’
 
সাকিব, তামিরা রক্ষণাত্মক খেলা ভুলে গেছেন উল্লেখ করে এ সময় পাপন বলন, ‘রক্ষণাত্মক খেলা মনে হয় আমরা ভুলেই গেছি। পারছিই না। চারটা টেস্ট আমরা টানা হেরে গেলাম। এরমধ্যে তিনটা টেস্ট ড্র না হওয়ার কোনো কারণ দেখি না, শেষটাসহ। শ্রীলঙ্কার ওই রকম উইকেটে একদিন (প্রথম টেস্টের শেষ দিন) আমরা ব্যাটিং করতে পারবো না, এটা কি করে হয়? আমরা নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে যে স্পিন খেলে এসেছি, শ্রীলঙ্কায় সেটা খেলতেই পারছি না। এটা হওয়ার কথা না। ’

এদিকে ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে গড়াচ্ছে সিরিজের দ্বিতীয় ও বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ। আর এই ম্যাচকে সামনে রেখে ভেন্যুতে ম্যাচটি উদযাপনের বিশেষ ব্যবস্থা থাকছে বলে গণমাধ্যমকে অবহিত করলেন লাল-সবুজের ক্রিকেটের এই সভাপতি।

তিনি যোগ করেন, ‘আমরা ওখানে যাবো। ক্রিকেটারদের বিশেষ ব্লেজার দেয়া হবে। সেদিন আমরা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে বিশেষ মুহূর্ত শেয়ার করবো। তারপর সকালে খেলার আগে ফটোসেশন হবে। ’

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ১৩ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।