টেলিকম অপারেটর রবি’র সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ইভেন্টের আয়োজন করেছে। অংশগ্রহণকারীদের মধ্যে যারা ভালো পারফরমেন্স করবেন স্পিনার হান্টের বিভাগীয় পর্যায়ের বাছাই প্রক্রিয়া শেষে ঢাকা যাওয়ার জন্য তাদের ‘ইয়েস কার্ড’ দেবে বিসিবি।
টেলিকম গ্রুপ রবি’র জনসংযোগ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনিক কুমার সরকার বাংলানিউজকে জানান, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী এ স্পিনার হান্ট প্রক্রিয়া শুরু হয়েছে। বিভাগীয় শহর রাজশাহীতে আজ স্পিনার হান্টের দ্বিতীয় পর্যায়ের বাছাই প্রক্রিয়া চলছে।
রাজশাহীতে চলমান বাছাই পর্বের প্যানেল বিচারক হিসেবে রয়েছেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু হেনা মোহাম্মদ কাউসার। এছাড়া বিসিবির অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন। বিকেলের মধ্যে তারা প্রতিযোগীদের মধ্যে নির্বাচিতদের ‘ইয়েস কার্ড’ দেবেন।
তিনি জানান, প্রথম পর্যায়ে বিসিবি নির্ধারিত জেলাভিত্তিক কোচরা বোলার হান্ট করেন। বাছাইকৃতদের নিয়ে পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে হান্টিং কার্যক্রমে অংশ নিচ্ছেন বাছাইকৃত বিভাগীয় কোচরা। সবশেষে দেশজুড়ে বাছাইকৃত সেরা ৫০ স্পিনারকে নিয়ে বিসিবির অধীনে ন্যাশনাল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
সেখান থেকে সেরা ১০ জনকে নিয়ে বিসিবির হাইপারফরমেন্স ইউনিটের কাজ করার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এসএস/জেডএস