ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়েলিংটনে বোল্ট-টেইলর বিহীন নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
ওয়েলিংটনে বোল্ট-টেইলর বিহীন নিউজিল্যান্ড রস টেইলর ও ট্রেন্ট বোল্ট/ছবি: সংগৃহীত

ওয়েলিংটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে বড় এক ধাক্কাই খেল নিউজিল্যান্ড। পায়ের ইনজুরির কারণে আগেই ছিটকে যান রস টেইলর। পেসার ট্রেন্ট বোল্টকেও দলের বাইরে থাকতে হচ্ছে। দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যকে ছাড়াই মাঠে নামবে কিউইরা।

ওয়েলিংটনে আগামী বৃহস্পতিবার (১৬ মার্চ) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল। ডানেডিনে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচটি ড্রয়ে নিষ্পত্তি হয়।

ডানেডিন টেস্টের (৮-১২ মার্চ) চতুর্থ দিনের দ্বিতীয় সেশন শেষে মাঠ ছাড়েন ‘হিপ’ ইনজুরি আক্রান্ত বোল্ট। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫ ওভার বোলিং করেন ২৭ বছর বয়সী এ বাঁহাতি বোলার। পঞ্চম দিন ভাসিয়ে নেয় বৃষ্টি!

বোল্টের জায়গায় টিম সাউদি বা ম্যাট হেনরি একাদশে ঢুকতে পারেন। ব্ল্যাক ক্যাপসদের জার্সিতে পঞ্চাশ টেস্টে ১৯০টি উইকেট নিয়েছেন বোল্ট। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে লিড নেওয়ার লক্ষ্যে তার অনুপস্থিতি দলের পেস অ্যাটাকের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ১৫ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।