ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মাঠে জবাব সাকিবের, মাঠের বাইরে শিশিরের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
মাঠে জবাব সাকিবের, মাঠের বাইরে শিশিরের ছবি: সংগৃহীত

কলম্বোয় টাইগারদের শততম টেস্টে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন সাকিব আল হাসান। ব্যাটিং নিয়ে প্রশ্ন করা হলে বারবারই সাকিব উত্তর দিতেন ‘এটাই আমার স্টাইল’। সমালোচনা হতো সাকিব নিজের জন্য খেলে।

বাংলাদেশের শততম টেস্টে নিজেকে পুরোপুরি রাঙিয়ে নিয়েছেন সাকিব। ব্যাট হাতে মাঠে জবাব দিয়েছেন ১১৬ রানের ইনিংস খেলে।

আগেরদিন যেই সাকিব সমালোচনায় জর্জরিত ছিলেন, পরের দিন ইতিহাসের অংশ হয়ে সমালোচকদের মুখ পুরোপুরি বন্ধ করে দিয়েছেন তিনি। এদিকে, সাকিবের সেঞ্চুরির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী উম্মে আহমেদ শিশির একটি পোস্ট দিয়েছেন। মাঠের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার বানিয়ে সমালোচকদের একহাত নিয়েছেন শিশির।

কলম্বোর পি সারা ওভালে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করেছেন সাকিব। এর পর সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দেন শিশির। সমালোচনার জবাবে শিশির বিদ্রূপ করে যা লিখেছেন তার বঙ্গানুবাদ হচ্ছে, ‘আরেকটি অপরাধ করলে! প্লিজ এই ১০০ রান বাসায় নিয়ে এসো যাতে আমরা সেগুলো দিয়ে তরকারি রেঁধে খেতে পারি। তুমি তো নিজের জন্য খেলো! নিশ্চয়ই তুমি ভালো কিছু করোনি। ’

.টাইগারদের কোচ চন্দিকা হাথুরুসিংহে বলেছিলেন, সাকিবের বোলিং আর আগের মতো নেই। ব্যাটিংয়েও সে ঝিমিয়ে যাচ্ছে। সাকিবের ব্যাটিংয়ের ব্যাখ্যা দিতে পারেননি ব্যাটিং কোচ থিলান সামারাবিরা। দ্বিতীয় দিন শেষ বেলায় দলের বিপর্যয়ের সময়ও তাকে দেখা গেছে পাগলাটে সব শট নিতে। সামারাবিরাও বলেছিলেন, ‘সাকিবের পাগলাটে ব্যাটিংয়ের কোনো ব্যাখ্যা নেই। ’ সংবাদ সম্মেলনে দিনেশ চান্দিমাল বলেছিলেন, ‘বাংলাদেশের ক্রিকেটাররা বেশি শট খেলে। ’

এমন বলার পেছনে তাদের যুক্তি ছিল। দ্বিতীয় দিন শেষ বেলায় পর পর তিনটি উইকেট হারায় বাংলাদেশ। সাকিব ব্যাটিংয়ে নেমে ৮ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। খেলেছেন পুরোপুরি টি-টোয়েন্টি স্টাইলে। তাতে দু’বার জীবনও পেয়েছিলেন। দু’বার ক্যাচ তুলে বেঁচে গিয়েছিলেন সাকিব।

বাঁহাতি এই ব্যাটসম্যানকে তৃতীয় দিন দেখা যায় ভিন্ন চেহারায়। তৃতীয় দিন টিকে ছিলেন প্রায় দুই সেশন। খেলেছেন ১১৬ রানের দুর্দান্ত এক ইনিংস। শান্ত আর দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রমাণ দেখিয়ে দলকে এনে দিয়েছেন লিড, পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম শতক।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ১৭ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।