ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাজ্জাকের কাঁধে আত্মবিশ্বাসী শেখ জামাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
রাজ্জাকের কাঁধে আত্মবিশ্বাসী শেখ জামাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তখনও দলবদল পর্ব শুরু হয়নি। তবুও স্লোগানে মুখর বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি প্রাঙ্গণ। কারণ জানতে ঢুঁ দিতেই জানা যায় স্লোগানে বিসিবির বারান্দা গরম করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের শেখ জামাল ক্লাব। সমর্থক আর ক্রিকেট তারকারা সময়ের আগেই এসে দলবদলে অংশ নিয়েছে।

বসুন্ধরা গ্রুপের অধীনে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রথম মৌসুমের দলবদল হয়ে গেলো। প্রথম দিন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক রাজ, উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, অলরাউন্ড স্পিনার সোহাগ গাজী, অলরাউন্ডার জিয়াউর রহমানের মতো ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ইয়েলো টাইগাররা।

ক্রিকেটারদের কণ্ঠে স্বস্তি বসুন্ধরা গ্রুপ ক্রিকেটের উন্নয়নে কাজ করবে। সাথে কর্মকর্তারাও জানিয়েছেন নব উদ্যামে দল সাজাচ্ছে শেখ জামাল।

বাংলাদেশ খেলছে ভারত মহাসাগরের ওপারে, তবু মিরপুরে ক্রিকেট পাড়ায় ক্রিকেটারদের আনাগোনা। দেশের সবচেয়ে বড় ওয়ানডে লিগ ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের জন্যই এই ডামাডোল।

প্রথম দিন দল সাজিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আব্দুর রাজ্জাক আছেন এবারে ধানমন্ডি জায়ান্টদের দলে। নতুন মৌসুমে নতুন দলে বেশ আশাবাদী এই অভিজ্ঞ মুখ। সাথে অন্যান্য ক্রিকেটাররাও প্রশান্তি ব্যক্ত করেছেন। বসুন্ধরা গ্রুপের অধীনে দল ভালো করবে বলেই জানিয়েছেন তারা।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অন্যতম পরিচালক শেখ ইকবাল খোকন জানিয়েছেন, নতুন মালিকানায় দলের চেহারাই বদলে যাবে। তিনি জানান, ‘গত মৌসুমে সেরা ছয়ে উঠতে না পারলেও এবারে বসুন্ধরা গ্রুপের অধীনে দল নিয়ে আশাবাদী ক্রিকেটার ও কর্মকর্তারা। ’

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ১৭ মার্চ ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।