ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেন মাশরাফি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেন মাশরাফি দেশ ছাড়লেন মাশরাফি-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে দেশে ছাড়লেন টাইগারদের সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দলের প্রতিটি সদস্যকেই নিজের সেরাটা দিতে হবে বলে তিনি মনে করছেন।

শনিবার (১৮ মার্চ) দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে হযরত শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সামনে তিনি এমন অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি জানান, ‘সিরিজ জয় অবশ্যই সম্ভব যদি আমরা প্রত্যাশানুযায়ী খেলতে পারি ও ভালো খেলতে পারি।

দল হিসেবে শ্রীলঙ্কা তরুণ প্লেয়ার নির্ভর হলেও ম্যাচে জয় নিশ্চিত করতে এবং পুরো সিরিজে কঠিন সময় উপহার দিতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই তিন বিভাগেই ভালো খেলতে হবে বলেও মাশরাফি বিশ্বাস করেন।    

মাশরাফি জানান, ‘আমরা যে কয়েকটা সিরিজ এর আগে জিতেছি, সেখানে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই তিন বিভাগেই ভালো খেলেছি। আর যেগুলোতো হেরেছি সেখানে এই তিন বিভাগেই খারাপ করেছি। যেমন: নিউজিল্যান্ডে। আমার কাছে মনে হয়, যে দল আমাদের আছে তাতে ওভারঅল প্রতিটি বিভাগে ভালো করতে পারলে আমাদের সিরিজ জেতা সম্ভব। ’

এদিকে ইনজুরি থেকে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্ট সিরিজে দুর্দান্ত ফিটনেস নিয়ে বোলিং করছেন টাইগার কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান। টেস্ট সিরিজের এমন ফিটনেস আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও ধরে রাখতে পারলে সেরা বোলিংয়ে দলকে জয়ের উপলক্ষ এনে দিতে পারবেন বলে মনে করছেন ম্যাশ।       

তিনি যোগ করেন, ‘মোস্তাফিজ আমাদের সেরা বোলার। অতএব তার সেরা অবস্থায় তাকে দলে পাওয়া সব সময়ই আমাদের জন্য বাড়তি সুবিধা। যা প্রতিপক্ষের জন্য বাড়তি অসুবিধার কারণ। আশা করবো টেস্ট খেলার পরে পূর্ণ বিশ্রাম নিয়ে সে ফিটনেস ঠিক রাখবে। এর আগে যেভাবে নিজের সেরা খেলাটি খেলেছে এই সিরিজেও সেভাবেই খেলবে। ’

আসছে ২৫ মার্চ রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে তিনি ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে মাশরাফিরা। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ মারর্চ। ১ এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিস স্পোর্টস ক্লাব মাঠে।

এরপর ৪ ও ৬ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যদিয়ে সিরিজের সমাপ্তি টানবে সফরকারী বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ১৮ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।