ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

শুভেচ্ছা দূত আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
শুভেচ্ছা দূত আফ্রিদি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

পাকিস্তানের সাবেক সিনিয়র অলরাউন্ডার ও দলপতি শহীদ আফ্রিদিকে ব্লাউন্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপের পঞ্চম আসরের শুভেচ্ছা দূত করা হয়েছে। এক বিবৃতিতে পাকিস্তান ব্লাউন্ড ক্রিকেট কাউন্সিল (পিবিসিসি) বিষয়টি নিশ্চিত করেছে।

আফিদির শুভেচ্ছা দূত হওয়ার বিষয়টি নিশ্চিত করে কাউন্সিলের চেয়ারম্যান সাইয়েদ সুলতান শাহ জানান, ‘আফ্রিদি শুধু বিশ্ব ক্রিকেটের একজন আইকনই নন, তিনি একজন লোকহিতৈষী ব্যক্তি এবং সমাজসেবকদের রোল মডেলও। ’

এবারের আসরের ম্যাচ গুলো হবে ওয়ানডে ফরমেটে।

২০১৮ সালে আরব আমিরাত আর পাকিস্তানে হবে ম্যাচগুলো। আগামী জানুয়ারিতে বসা এই আসরের গ্রুপপর্বের ম্যাচ আমিরাতে হলেও পিবিসিসি পুলের কয়েকটি ম্যাচসহ ফাইনালটি পাকিস্তানে আয়োজন করবে।

আসন্ন এই আসরে নয়টি দেশ লড়বে। ইতোমধ্যেই চারটি দেশ পাকিস্তানে খেলবে বলে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ১৮ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।