একথা নিঃসন্দেহে বলা যায় যে, বাংলাদেশের ১৬ কোটি মানুষের ৩২ কোটি চোখ আজ আটকে আছে টিভি পর্দায়। সবাই টাইগারদের শততম টেস্ট জয়ের সেই মাহেদ্রক্ষণের অপেক্ষায়।
কিন্তু, আজ যেন তারা একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছেন। জয়ের জন্য ১৯১ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নামা টাইগাররা কেউ একটি খারাপ শট খেললেই বলে উঠছেন ‘উফ, কি দরকার ছিল শটটি ওভাবে খেলার?’ আর যখন বাউন্ডারি হাঁকাচ্ছেন তখন সবাই হাততালি দিচ্ছেন আর বলছেন, ‘সাবাস! সবাস! এইতো আর মাত্র ক’টা রান। ’
এমন দৃশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আজ প্রতিটি জায়গায়। নিচ তলার অভ্যর্থনা কক্ষ থেকে শুরু করে, দ্বোতলার অভ্যর্থনা কক্ষ ও পরিচালকদের কক্ষেও। ক্রিকেট একাডেমি ও জিমনেশিয়ামের সবাই তাকিয়ে আছেন টিভি পর্দায়। বাংলাদেশের যে কোনো ম্যাচ হলেই বিসিবিতে এমন দৃশ্য নতুন কিছু নয়।
কিন্তু, আজ সবাই যে অন্যান্য আট দশটা ম্যাচের চাইতে একটু বেশি আগ্রহ নিয়েই টাইগারদের খেলা দেখছেন সেটা তাদের কথায় স্পষ্ট, ‘সৌম্য ও ইমরুল আউট হওয়ার পর যখন দেখেছি সাব্বির ও তামিম টিকে গেছে তখনই আমাদের শততম টেস্ট জয় আরও সহজ হয়েছে। আমরা সবাই অপেক্ষা করছি। ’ বলছিলেন বিসিবি’র নিরাপত্তা রক্ষী আকবর।
কি মনে হয় বাংলাদেশ জিতবে? ‘ইনশাল্লাহ জিতবোই। কেউ আটকে রাখতে পারবে না। ’
তার কথাই যেন ফলে। লঙ্কানদের বিপক্ষে তাদের মাটিতে শততম টেস্ট ম্যাচটি জিতে বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান আরও উজ্জ্বল করে তুলুক টিম বাংলাদেশ। লাল-সবুজের ক্রিকেটের পালে দিক জোর হাওয়া।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ১৯ মার্চ, ২০১৭
এইচএল/এমআরএম