ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন পূজারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন পূজারা স্বদেশী ব্যাটিং গ্রেট দ্রাবিড়কে ছাড়িয়ে গেছেন পূজারা/ছবি: সংগৃহীত

বলের হিসেবে টেস্টে এক ইনিংসে ভারতের হয়ে দীর্ঘতম ইনিংস খেলার নতুন রেকর্ড গড়েছেন চেতশ্বর পূজারা। ছাড়িয়ে গেছেন স্বদেশী কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান রাঁচি টেস্টে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান তিনি। উদযাপন করেন ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি।

দ্রাবিড়ের প্রায় ১৩ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন ২৯ বছর বয়সী পূজারা। ২০০৪ সালে রাওয়ালপিন্ডিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৪৯৫ বলে ২৭০ রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় ব্যাটিং গ্রেট।

ক্যারিয়ারের ৪৭তম টেস্টে তৃতীয় ডাবল সেঞ্চুরি পূরণ করতে ৫২১টি বল মোকাবেলা করেন এ ডানহাতি ব্যাটসম্যান। প্রথম ইনিংসে অজিদের ৪৫১ রানের জবাবে দলীয় ৩২৮ রানে ছয় উইকেট হারানোর পর ঋদ্ধিমান সাহাকে (১১৭) নিয়ে গড়েন ১৯৯ রানের পার্টনারশিপ।

২০২ রানে থামেন পূজারা। নাথান লিওনের বলে গ্লেন ম্যাক্সওয়েলের হাতে ধরা পড়েন। তার ৫২৫ বলের রেকর্ডময় ইনিংসটিতে ছিল ২১টি চারের মার।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১৯ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।