ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শততম টেস্ট সেরা তামিম, সিরিজ সেরা সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
শততম টেস্ট সেরা তামিম, সিরিজ সেরা সাকিব শততম টেস্ট সেরা তামিম, সিরিজ সেরা সাকিব (বামে)/ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয়ের মধ্য দিয়ে শততম টেস্টের উপলক্ষটা স্মরণীয় করে রাখলো টিম বাংলাদেশ। ঐতিহাসিক ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন তামিম ইকবাল। চমৎকার অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন সাকিব অাল হাসান।

গল টেস্টের হতাশা ভুলে ১-১ সমতায় দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করলো টাইগাররা। কলম্বোর পি সারা ওভালে ১৯১ রানের সহজ লক্ষ্যটা চার উইকেট হাতে রেখে টপকে যায় তারা।

দলের শততম টেস্টের প্রথম ইনিংসে সাকিবের সেঞ্চুরির (১১৬) বিপরীতে দুই ইনিংসেই উজ্জ্বল তামিম ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। প্রথম ইনিংসে ১ রানের জন্য অর্ধশতক বঞ্চিত তামিম জয়ের ভিত গড়ে দিয়ে (৮২) সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থাকতে আউট হন।

সিরিজের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ব্যাট হাতে ১৬২ রান করেন সাকিব। উইকেট নেন ৯টি। তার মধ্যে শততম টেস্টে তার ব্যাট থেকে আসে ১৩১। বোলিংয়ে সতীর্থদের উদযাপনের মধ্যমনি হন ছয়বার।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ১৯ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।