ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ! বাংলাদেশ! ধ্বনিতে প্রকম্পিত হোম অব ক্রিকেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
বাংলাদেশ! বাংলাদেশ! ধ্বনিতে প্রকম্পিত হোম অব ক্রিকেট বাংলাদেশ! বাংলাদেশ! ধ্বনিতে প্রকম্পিত হোম অব ক্রিকেট/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শততম টেস্টে জয়ের জন্য তখন বাংলাদেশের প্রয়োজন মাত্র ২ রান। দিনের শেষ সেশনের ৫৮তম ওভারে রঙ্গনা হেরাথের পঞ্চম ফুলটস বলটি মেহেদি হাসান মিরাজ সুইপ করে পাঠিয়ে দিলেন শর্ট ফাইন লেগ অঞ্চলে। অমনি জয়ের বাধভাঙ্গা উল্লাসে মেতে উঠলো বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিসিবি’র কর্মকর্তা-কর্মচারীরা।

হাতে পতাকা ও গায়ে রঙ মেখে বাংলাদেশ! বাংলাদেশ! ধ্বনিতে কাঁপিয়ে তুললো হোম অব ক্রিকেট, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়মের পুরো চত্বর। কারও হাতে বাঁশি আবার কারও হাতে রঙ।

কেউ জোরে বাঁশি বাজাচ্ছেন কেউবা দিচ্ছেন রং। সব মিলিয়ে দারুণ উৎসবমুখর পরিবেশে রূপ নিল শের-ই-বাংলার চত্বর।

টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়ের উল্লাসে সামিল হতে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারাও। মাইলফলক স্পর্শকারী এই জয় নিয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিসিবি’র গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস বিভাগের সিনিয়র ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন বললেন, ‘শততম টেস্ট ম্যাচে জয় বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটি অর্জন। আমরা অনেক দিন যাবৎ ক্রিকেট খেলছি। কিন্তু শ্রীলঙ্কায় স্বাগতিকদের বিপক্ষে আমাদের এই জয়টিকে আমি অনন্য জয়ের তালিকায় রাখছি। ’

বাতেন যোগ করেন, ‘আমরা যারা বোর্ডে চাকুরি করি তাদের সবারই দলের জন্য অবদান আছে। গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে বোর্ডের উচ্চ পর্যায়ের টেবিলের সবাই দিনের পর দিন দলের জন্য কাজ করেছে। জয়টি আমাদের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি। আমি বাংলাদেশ দলকে অভিনন্দন জানাচ্ছি। ’

উল্লেখ্য, শততম ও দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা এনেছে সফরকারী বাংলাদেশ। এটি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ১৯ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।