ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে সাঙ্গাকারা-মাহেলাদের অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
বাংলাদেশকে সাঙ্গাকারা-মাহেলাদের অভিনন্দন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে ও রাসেল আর্নল্ড

কলম্বোতে শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয়ে টাইগার ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন সেদেশের সাবেক গ্রেটরা। 

রোববার (১৯ মার্চ) পি সারা ওভালে ৪ উইকেটের জয় নিশ্চিত হওয়ার পরপরই টুইটারে অভিনন্দন বার্তা দিতে থাকেন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, রাসেল আর্নল্ডসহ লঙ্কান কিংবদন্তিরা।

মাহেলা তার টুইটার বার্তায় বলেন, ‘প্রথম টেস্ট হারার পর এমন দারুণভাবে ফিরে আসায় অভিনন্দন বাংলাদেশ।

’ এই ম্যাচে লড়ে যাওয়ার জন্য লঙ্কান ক্রিকেটারদের নিয়ে গর্বের কথাও বলেন সাবেক অধিনায়ক।

কুমার সাঙ্গাকারা তার টুইটার বার্তায় বলেন, ‘এটা বাংলাদেশের টাইগারদের দারুণ জয়। তারা তাদের শততম টেস্টে সাহস ও হৃদয় দিয়ে খেলেছে। ... খুব ভালো এক খেলা হয়েছে। ’

আর রাসেল আর্নল্ড ধারাভাষ্যে প্রশংসার পাশাপাশি টুইটার বার্তায়ও টাইগারদের অভিনন্দন জানাতে কার্পণ্য করেননি। তিনি তার টুইটে বলেন, ‘সাবাস বাংলাদেশ। একেবারে বিশেষ এক উপলক্ষে (শততম টেস্ট) এক অনন্য অর্জন!!! একটি দল জেগে উঠছে!!!’

বাংলাদেশের জয়ের খবর টুইট করে ক্রিকইনফোর তরফ থেকে বলা হয়, ‘টাইগারদের উত্থান চলছে... শততম টেস্টে এক বিস্ময়কর জয় পেয়েছে বাংলাদেশ। ’

তবে দুই টেস্টে দুই দল জয় পাওয়ায় ট্রফি নির্ধারণী বা শক্তি নির্ধারণী কোনো ম্যাচ না থাকায় হতাশা প্রকাশ করেন সাঙ্গাকারা। তিনি আরেকটি টুইট বার্তায় বলেন, ‘যদি তৃতীয় টেস্ট থাকতো তবে ভালো হতো। কোনো নির্ধারণী খেলা না থাকায় হতাশ। ’ সে টুইটে এ বিষয়ে ভাববার জন্য সাঙ্গাকারা বিসিবি ও লঙ্কান ক্রিকেট বোর্ডেরও দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।