ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শততম টেস্ট জয়ী চতুর্থ টিম বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
শততম টেস্ট জয়ী চতুর্থ টিম বাংলাদেশ চতুর্থ দল হিসেবে শততম টেস্ট জয়ের কীর্তিতে বাংলাদেশ/ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পাশে নাম লেখালো বাংলাদেশ। চতুর্থ টিম হিসেবে শততম টেস্ট জিতে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে গেছে টাইগাররা। কলম্বোর পি সারা ওভালে ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে সাদা পোশাকে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হারানোর গৌরব অর্জন করেছে মুশফিকুর রহিমের দল।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে কলম্বো টেস্ট। ছয় উইকেট হারিয়ে ১৯১ রানের লক্ষ্য টপকাতেই দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিক-মিরাজের বাঁধভাঙা উদযাপনে যোগ দেন সতীর্থরা।

উইনিং শট খেলেন মোসাদ্দেকের বিদায়ে জয় থেকে দুই রান দূরে থাকতে উইকেটে নামা মেহেদী হাসান মিরাজ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে তাদের শততম টেস্টে জয়ের স্বাদ পায়নি। সেটিই করে দেখালো বাংলাদেশ।

বাংলাদেশের আগে তিনটি দল এমন কীর্তিতে সাক্ষর রাখে। তিনটি ম্যাচেই জড়িত অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাইলফলক গড়া জয়ের পর পাকিস্তান ও ক্যারিবীয়দের শততম টেস্টের প্রতিপক্ষ ছিল অজিরা।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ১৯ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।